Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Crowd

৭০ লাখ নয়, এক লাখ লোক হবে মোদী-ট্রাম্পের রোড শোয়ে, মত প্রশাসনের

আমদাবাদ ভারতের জনবহুল শহরগুলির মধ্যে একটি। এর মোট জনসংখ্যাই ৭০ লাখের কাছাকাছি। ফলে বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তায় ৫০ থেকে ৭০ লাখ লোক জড়ো হওয়া প্রায় অসম্ভব।

আমদাবাদে ট্রাম্পকে স্বাগত জানানোর প্রস্তুতি। ছবি: এএফপি।

আমদাবাদে ট্রাম্পকে স্বাগত জানানোর প্রস্তুতি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০৪
Share: Save:

না, ৭০ লাখ নয়। ট্রাম্পকে স্বাগত জানাতে আমদাবাদের রাস্তার দুই ধারে উপস্থিত থাকবেন লাখ খানেক মানুষ। এক সংবাদ সংস্থাকে আমদাবাদের মিউনিসিপাল কমিশনার বিজয় নেহরা জানিয়েছেন, এক লাখের কাছাকাছি মানুষ সেদিন জড়ো হবেন বলেতাঁরা আশা করছেন। এর আগে ট্রাম্প নিজেই বলেছিলেন, ওই দিন প্রায় ৫০ থেকে ৭০ লাখ মানুষ জড়ো হবেন।

আগামী সোমবার দু’ দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবেতার আগে অবশ্য বিভিন্ন পণ্যে শুল্ক কমানোর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষে স্নায়ুর লড়াই শুরু হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ট্রাম্পও।

সফরের আগে সম্প্রতি মার্কিন সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে তিনি বলেন, তাঁর এক একটি জনসভায় যেখানে ৪০-৫০ হাজার লোক হয়, সেখানে ভারতের (আমদাবাদ) বিমানবন্দর থেকে (সর্দার বল্লভভাই পটেল, মোতেরা) স্টেডিয়াম পর্যন্ত প্রায় ৫০-৭০ লাখ লোক উপস্থিত থাকবেন। বিষয়টা ভাবতেই তাঁর অস্বস্তি হচ্ছে।

আরও পড়ুন: চলে গেলেন ‘কাট-কপি-পেস্ট’-এর জনক ল্যারি টেসলার

আমদাবাদ ভারতের জনবহুল শহরগুলির মধ্যে একটি। এর মোট জনসংখ্যাই ৭০ লাখের কাছাকাছি। ফলে বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তায় ৫০ থেকে ৭০ লাখ লোক জড়ো হওয়া প্রায় অসম্ভব। ২৪ তারিখ ট্রাম্পের আমদাবাদ সফর, ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে পুরসভার আধিকারিকরাও জানিয়েছেন, প্রায় এক লাখ মানুষ আসছেন ওই দিন।

আরও পড়ুন: দাবানলের আতঙ্ক এখনও যায়নি! গাছে ওঠার আগে সন্দিহান উদ্ধার হওয়া কোয়ালা

বিজয় নেহরার টুইট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Donald Trump Ahmedabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE