Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Chhattisgarh

এখনও সঙ্কটে অজিত জোগী, চলছে অডিয়ো থেরাপি

পারিবারিক সূত্রে খবর, গত ৯ মে হৃদরোগে আক্রান্ত হন অজিত জোগী। শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়।

অজিত জোগী। —ফাইল চিত্র।

অজিত জোগী। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রায়পুর শেষ আপডেট: ১২ মে ২০২০ ১৮:৫১
Share: Save:

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত জোগী। ৭৪ বছর বয়সি জোগীর স্নায়ু সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ হয়ে গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি কোমায়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় তাঁর অডিয়ো থেরাপি চলছে। ইয়ারফোনের মাধ্যমে প্রিয় গান শুনিয়ে দেখা হচ্ছে তাঁর কোনও প্রতিক্রিয়া মিলছে কি না।

পারিবারিক সূত্রে খবর, গত ৯ মে হৃদরোগে আক্রান্ত হন অজিত জোগী। শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। সেই থেকে রায়পুরের শ্রী নারায়ণ হাসপাতালে ভর্তি তিনি। তাঁর শ্বাসনালিতে একটি তেঁতুলের বীজ আটকে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ওই হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সুনীল খেমকা বলেন, ‘‘অজিত জোগীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এখনও কোমায় তিনি। স্নায়ু সংক্রান্ত কাজকর্ম প্রায় বন্ধ। অডিয়ো থেরাপির মাধ্যমে প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা চলছে। ইয়ারফোনের মাধ্যমে ওঁকে ওঁর প্রিয় গান শোনানো হচ্ছ। তবে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।’’

মধ্যপ্রদেশ ভেঙে ছত্তীসগঢ় আলাদা রাজ্য তৈরি হওয়ার পর ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত কংগ্রেস সরকারে মুখ্যমন্ত্রী ছিলেন অজিত জোগী। রাজনীতিতে পা রাখার আগে সরকারি আমলা হিসাবেও দীর্ঘ দিন কাজ করেছেন তিনি। ২০১৬-য় কংগ্রেস থেকে বেরিয়ে নিজের রাজনৈতিক দল জনতা কংগ্রেস ছত্তীসগঢ় গঠন করেন জোগী।

আরও পড়ুন: রেড জোনকে তিন ভাগে ভেঙে লকডাউনের আলাদা পরিকল্পনা, বললেন মমতা​

আরও পড়ুন: নতুন সংক্রমণ উহানে, শহরের কোটির বেশি লোকেরই করোনা পরীক্ষা করবে প্রশাসন​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chhattisgarh Ajit Jogi Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE