Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Churchill Alemao

‘গরু খাওয়ার জন্য বাঘেদের শাস্তি হওয়া উচিত’, দাবি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

মানুষ যখন গরু খায়, তখন তাঁকে শাস্তি পেতে হয়। একই কাজের জন্য বাঘেরও শাস্তি পাওয়া উচিত বলে সওয়াল করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। ফাইল চিত্র।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা    
পানজিম শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০১
Share: Save:

মানুষ যখন গরু খায়, তখন তাঁকে শাস্তি পেতে হয়। একই কাজের জন্য বাঘেরও শাস্তি পাওয়া উচিত বলে সওয়াল করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। বাঘ হত্যা নিয়ে আলোচনার সময় বুধবার গোয়া বিধানসভায় এই কথা বলেছেন ওই এনসিপি বিধায়ক।

গত মাসে গোয়ার মহাদায়ী ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে একটি বাঘিনী ও তাঁর তিন শাবককে হত্যা করে স্থানীয় বাসিন্দারা। বুধবার অধিবেশন চলার সময় গোয়া বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেতা দিগম্বর কামাথ। সেই আলোচনার সময়ই এই কথা বলেছেন আলেমাও।

তিনি বলেছেন, ‘‘কী শাস্তি দেওয়া হয় একটা বাঘ যখন গরুকে খেয়ে নেয়? যখন মানুষ গরু খায়, সে শাস্তি পায়। বন্যপ্রাণের দৃষ্টিভঙ্গিতে থেকে বাঘেরা গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ ও গরুদেরও গুরুত্ব রয়েছে।’’ গোটা বিষয়ে মানুষের দিকটা অবহেলা করা উচিত নয় বলেই মনে হয় তাঁর।

আরও পড়ুন: নাম বিভ্রাট! কমেডিয়ান ভেবে বস্টননিবাসী কুণালের টিকিট বাতিল করল এয়ার ইন্ডিয়া

বাঘেদের হত্যার বিষয়টি নিয়ে সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত বলেছেন, গৃহপালিত প্রাণীদের আক্রমণ করছিল বাঘেরা। সে জন্যই তাদের পিটিয়ে মেরেছে গ্রামবাসীরা। বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন-চার দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পুরুষেরা মানবে না! মেয়েরা তাই সেনা-কর্তা নয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goa Bizarre Churchill Alemao
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE