Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sonia Gandhi

কখন, কী ভাবে হটবে চিন! মোদীকে প্রশ্ন সনিয়ার

‘‘আমাদের ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করে চিন গালওয়ান ও প্যাগং এলাকায় ঢুকে বাঙ্কার বানাচ্ছে, ছাউনি তৈরি করছে।’’

কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। ছবি: পিটিআই।

কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। ছবি: পিটিআই।

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ১৯:৪৭
Share: Save:

লাদাখ পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন সনিয়া গাঁধী। শুক্রবার ভিডিয়ো-বার্তায় কংগ্রেস সভানেত্রীর প্রশ্ন, কখন এবং কী ভাবে চিনের সেনাকে হটিয়ে লাদাখের ভারতীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পাবে নরেন্দ্র মোদী সরকার। সনিয়া বলেন, ‘‘ভারত-চিন সীমান্তে সমস্যা চলছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব এড়াতে পারে না। প্রধানমন্ত্রী বলছেন, আমাদের ভূখণ্ডে কেউ ঢোকেনি। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রী বিপুল সংখ্যায় চিনা (সেনা) উপস্থিতির কথা বলছেন। চিনের আগ্রাসন নিয়ে আলোচনা করছেন।’’

গালওয়ান উপত্যকা-সহ লাদাখের বিভিন্ন এলাকায় ঢুকে পিপলস লিবারেশন আর্মির ঘাঁটি গেড়ে বসা নিয়ে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত আধিকারিকদের একাংশ এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের মতও এদিন উল্লেখ করেছেন সনিয়া। তিনি বলেন, ‘‘আমাদের ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করে চিন গালওয়ান ও প্যাগং এলাকায় ঢুকে বাঙ্কার বানাচ্ছে, ছাউনি তৈরি করছে। দেশ জানতে চায়, মোদী সরকার কখন এবং কী ভাবে সেই ভূখণ্ড ফেরত আনবে।’’

গালওয়ানে চিনা হামলায় শহিদ ২০ জন ভারতীয় সেনার স্মরণে সোশ্যাল মিডিয়ায় ‘স্পিক আপ ফর আওয়ার জওয়ানস’ প্রচার শুরু করেছে কংগ্রেস। সনিয়ার এদিনের ভিডিয়ো-বার্তা সেই প্রচার কর্মসূচিরই অংশ।

আরও পড়ুন: লাদাখে সেনা কমাচ্ছে চিন, কিন্তু সরাচ্ছে না ছাউনি, বলছে দিল্লি

গালওয়ানে গত ১৫ জুনের সংঘর্ষের পরে সর্বদল বৈঠকে ভারতীয় ভূখণ্ডে চিনা দখলদারি নিয়ে সনিয়া সরব হয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি চিন এবং লাদাখের নাম উল্লেখ না-করে বলেছিলেন, ‘‘ওখানে আমাদের সীমান্ত পেরিয়ে কেউ ঢুকে আসেনি। ওখানে আমাদের এলাকায় কেউ ঢুকেও বসে নেই।’’ এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশে সনিয়ার প্রশ্ন, ‘‘লাদাখে যদি চিন আমাদের এলাকাতেই না-ঢোকে, তবে কেন ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হলেন?’’

আরও পড়ুন: ‘কং জমানায় প্রধানমন্ত্রীর ত্রাণের টাকা পেয়েছিল রাজীব গাঁধী ফাউন্ডেশন’, চাঞ্চল্যকর দাবি নড্ডার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE