Advertisement
২৫ এপ্রিল ২০২৪
CA

সিএ পরীক্ষায় প্রথম হলেন দর্জির ছেলে

সমস্ত পারিবারিক প্রতিকূলতাকে জয় করে ৭৪.৬৩ শতাংশ নম্বর পেয়ে পুরনো সিলেবাসের সিএ পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি।

সিএ পরীক্ষায় প্রথম স্থানাধিকারী শাদাব হুসেন। ছবি শাদাবের ফেসবুক থেকে।

সিএ পরীক্ষায় প্রথম স্থানাধিকারী শাদাব হুসেন। ছবি শাদাবের ফেসবুক থেকে।

সংবাদ সংস্থা
কোটা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১২:৩০
Share: Save:

ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অফ ইন্ডিয়া বৃহস্পতিবার প্রকাশ করেছে সিএ ফাইনাল পরীক্ষার ফলাফল। সেই পরীক্ষায় প্রথম হয়েছেন কোটার বাসিন্দা শাদাব হুসেন। সমস্ত পারিবারিক প্রতিকূলতাকে জয় করে ৭৪.৬৩ শতাংশ নম্বর পেয়ে পুরনো সিলেবাসের সিএ পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি।

রাজস্থানের কোটাতে বাবা-মা ও বোনদের সঙ্গে থাকেন শাদাব। তাঁর বাবা একজন দর্জি। তিনি দশম শ্রেণি অবধি পড়াশোনা করেছিলেন। অভাবের কারণে শাদাবের মা ছোটবেলাতেই ছেড়েছিলেন স্কুল। পাঁচ ভাইবোনের সংসারে অভাব নিত্যদিনের। কিন্তু সেই অভাব শাদাবের ইচ্ছাপূরণের পথে বাধার সৃষ্টি করতে পারেনি। শাদাব ৮০০-র মধ্যে ৫৯৭ নম্বর পেয়ে সর্বভারতীয় এই পরীক্ষায় প্রথম হয়েছেন।

ভাল ফল করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ২৩ বছরের শাদাব বলেছেন, ‘‘চাকরি পাওয়ার জন্য আমি দিনরাত পড়াশোনা করতাম। বৃদ্ধ বয়সে বাবা মাকে যাতে কোনও কষ্ট পেতে না হয় সে জন্য আমার খুব দরকার ছিল চাকরিটা। চাটার্ড অ্যাকাউন্ট্যান্সি এমন একটি পেশা, যেখানে সারা জীবন শেখার সুযোগ পাওয়া যায়।’’

আরও পড়ুন: ব্যালটে ফেরা যাবে না, জানাল কমিশন

কোটা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পরীক্ষায় পাশ সরে সিএ পরীক্ষায় বসেছিলেন শাদাব। সিএ-র প্রস্তুতি হিসাবে রোজ ১৩-১৪ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। ২০১৮ নভেম্বর মাসে নেওয়া হয়েছিল এই পরীক্ষা। সেই পরীক্ষায়প্রথমবারের জন্য বসেই প্রথম স্থান অধিকার করলেন তিনি।

আরও পড়ুন: প্রজাতন্ত্রের প্যারেডে মহিলাদের জয়যাত্রা

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shahdab Hussain First in CA Kota
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE