Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

আতঙ্কের পরিবেশে মা ও স্ত্রীয়ের সামনে কুলভূষণ: তীব্র নিন্দায় ভারত

অবশেষে কুলভূষণের পরিবারকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার সেই সাক্ষাৎকারের নামে যা হয়েছে পাকিস্তানে, তাতে ভারত স্তম্ভিত। ‘আতঙ্কের পরিবেশে’ কুলভূষণের সঙ্গে দেখা হয়েছে তাঁর মা ও স্ত্রীয়ের। মঙ্গলবার দাবি করেছে নয়াদিল্লি।

মা ও স্ত্রী-এর মুখোমুখি কুলভূষণ। —ফাইল চিত্র।

মা ও স্ত্রী-এর মুখোমুখি কুলভূষণ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ২৩:২০
Share: Save:

দেখা করতে দেওয়ার নামে নিষ্ঠুর রসিকতা করেছে পাকিস্তান। কুলভূষণ যাদব কাণ্ডে এমনই অভিযোগ তুলল ভারতীয় বিদেশ মন্ত্রক।

গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে পাকিস্তানের এক সামরিক আদালত ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্মী কুলভূষণ যাদবকে দোষী সাব্যস্ত করেছে। মৃত্যুদণ্ডের সাজাও শুনিয়েছে। এর আগে বহু বার অনুরোধ সত্ত্বেও পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদেরকে পৌঁছতে দেওয়া হয়নি কুলভূষণ যাদবের কাছে। অবশেষে কুলভূষণের পরিবারকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার সেই সাক্ষাৎকারের নামে যা হয়েছে পাকিস্তানে, তাতে ভারত স্তম্ভিত। ‘আতঙ্কের পরিবেশে’ কুলভূষণের সঙ্গে দেখা হয়েছে তাঁর মা ও স্ত্রীয়ের। মঙ্গলবার দাবি করেছে নয়াদিল্লি।

কুলভূষণ যাদবের মা অবন্তী যাদব এবং স্ত্রী চেতনকুলকে সোমবার সরাসরি কুলভূষণের মুখোমুখি হতে দেওয়া হয়নি। কাঁচের দেওয়ালের দু’পাশে মুখোমুখি বসানো হয়েছিল তাঁদের। ইন্টারকমের মাধ্যমে কথা বলতে হয়েছে। মিনিট ৪৫-এর সাক্ষাৎকারে সারাক্ষণই কুলভূষণকে এবং তাঁর মা ও স্ত্রীকে ঘিরে ছিলেন পাক প্রশাসনিক কর্তারা। নিজেদের মাতৃভাষায় কথা বলতে দেওয়া হয়নি তাঁদের।

কুলভূষণের মা নিজের ভাষাতেই স্বচ্ছন্দ। তাই তিনি ছেলের সঙ্গে মাতৃভাষাতেই কথা বলার চেষ্টা করছিলেন। বার বার তাতে বাধা দেন পাক কর্মকর্তারা। শেষ পর্যন্ত থামিয়েই দেওয়া হয় অবন্তী যাদবকে, আর কথা বলতে দেওয়া হয়নি।

ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কুলভূষণের মা ও স্ত্রীয়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাসকে সাংঘাতিক ভাবে আঘাত করেছে পাকিস্তান। সাক্ষাৎকারের আগে তাঁদের বাধ্য করা হয়েছে মঙ্গলসূত্র এবং বালা খুলে ফেলতে। কপালের টিপ খুলে ফেলতেও বাধ্য করা হয়েছে। যে পোশাক পরে তাঁরা গিয়েছিলেন, সেই পোশাকেও আপত্তি জানানো হয়েছে। পোশাক বদল করে কুলভূষণের মুখোমুখি হতে দেওয়া হয়েছে অবন্তী এবং চেতনকুলকে।

আরও পড়ুন: ‘ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হয়েছে, স্বীকার করছে না পাকিস্তান’

ভারতীয় বিদেশ মন্ত্রক আরও জানিয়েছেন, কুলভূষণের স্ত্রীয়ের জুতোও খুলে নেওয়া হয়েছিল। সাক্ষাৎকারের পরে বার বার অনুরোধ সত্ত্বেও তা ফেরত দেওয়া হয়নি।

সোমবার সন্ধ্যায়ই দেশে ফেরেন কুলভূষণ যাদবের মা ও স্ত্রী। ফিরেই বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তাঁরা দেখা করেন। ছিলেন বিদেশ মন্ত্রকের দুই প্রতিমন্ত্রী এম জে আকবর এবং ভি কে সিংহও। পাকিস্তানে গিয়ে ঠিক কী রকম পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাঁদের, সুষমাকে তা বিশদে জানান অবন্তী এবং চেতনকুল। তার পরেই পাকিস্তানের তীব্র নিন্দায় সরব হয় ভারতীয় বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন: মা-স্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রমাণ, পাকিস্তানে কুলভূষণ জীবিত

সোমবার অবন্তী, চেতনকুল এবং কুলভূষণের নানা ছবি দফায় দফায় টুইটারে ছাড়ছিল পাকিস্তান। সাক্ষাৎকারের পরে একটি ভিডিও রেকর্ডিংও প্রকাশ করা হয়। মা ও স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য কুলভূষণ যাদব পাক প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন, এমনটাই শোনা গিয়েছে সে ভিডিওয়।

নয়াদিল্লি এ দিন ওই ভিডিও-রও নিন্দা করেছে। চাপ দিয়ে ওই সব কথা বলিয়ে নেওয়া হয়েছে কুলভূষণকে দিয়ে। অভিযোগ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, কুলভূষণ যাদব প্রবল চাপের মধ্যে ছিলেন এবং স্পষ্ট বোঝা গিয়েছে যে তাঁকে দিয়ে জোর করে কথাগুলো বলিয়ে নেওয়া হয়েছে। ‘‘তাঁকে দেখার পর তাঁর স্বাস্থ্য এবং সুস্থতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।’’ বলেছেন রবীশ কুমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE