Advertisement
২০ এপ্রিল ২০২৪
Fine

৮৬,৫০০ টাকা জরিমানা! ৭০ হাজার দিয়ে লরি ফিরে পেলেন চালক

সম্প্রতি ওড়িশায় একজন লরি চালকের যে অঙ্কের জরিমানা হয়েছে, তা ছাপিয়ে গিয়েছে জরিমানার আগের সব রেকর্ডকেই।

ফাইন করছে ট্রাফিক পুলিশ। প্রতীকী ছবি টুইটার থেকে সংগৃহীত।

ফাইন করছে ট্রাফিক পুলিশ। প্রতীকী ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
সম্বলপুর শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:১০
Share: Save:

মোটর ভেহিকেল অ্যাক্ট (সংশোধিত), ২০১৯ চালু হওয়ার পর থেকেই বিশাল অঙ্কের জরিমানার খবর সামনে আসতে শুরু করেছে। গুরুগ্রামে ১৫ হাজার টাকার স্কুটির জন্যে ২৩ হাজার টাকা জরিমানা বা অটোর ৪৩ হাজার টাকা জরিমানা তো ছিলই। বিপুল জরিমানা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কিন্তু সম্প্রতি ওড়িশায় একজন লরি চালকের যে অঙ্কের জরিমানা হয়েছে, তা ছাপিয়ে গিয়েছে জরিমানার আগের সব রেকর্ডকেই।

গত শনিবার এক লরি চালককে ওড়িশার সম্বলপুর রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। সেই চালানের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ওই লরি চালকের নাম অশোক যাদব। তার লরির রেজিস্ট্রেশন ছিল নাগাল্যান্ডের। ওভারলোডিং-সহ বেশ কয়েকটি ধারায় তাঁকে মোট ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। কিছু কাগজপত্র দেখানোর পর তার জরিমানার অঙ্ক কমে দাঁড়ায় ৭০ হাজারে। গত ৬ সেপ্টেম্বর সেই জরিমানা দেওয়ার পর লরিটিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

রেকর্ড অঙ্কের জরিমানার সেই চালান। ছবি টুইটার থেকে সংগহীত।

আরও পড়ুন: জেএনইউ ভোটে বাম ঝড়, মুখে মুখে দুর্গাপুরের মেয়ে ঐশীর নাম

আরও পড়ুন: মুকুলেরা বাইরে, চিদম্বরম জেলে! তোপ সিব্বলের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Odisha Fine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE