তিল চিকেনের কাবাব
উপকরণ: সাদা তিল ১০০ গ্রাম, হাড়ছাড়া মুরগির মাংস ৪০০ গ্রাম, আলু ১টি, ডিম ১টি, রসুন ২-৩ কোয়া, আদা এক টুকরো (এক ইঞ্চি মাপের), ধনে পাতা ১/৪ কাপ, কাবাব মশলা ২ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি ২ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, চাট মশলা ১ চা চামচ, পাতিলেবুর রস ১ চা চামচ, সাদা তেল ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, চিনি আধ চা চামচ, নুন স্বাদ মতো।
প্রণালী: সাদা তেল শুকনো খোলায় লালচে করে ভেজে তুলে নিন। ভাজা তিলের অর্ধেক গুঁড়ো করে নিন। কড়াইয়ে ঘি গরম করে আদা বাটা আর রসুন বাটা দিন। সোনালি রং ধরতে শুরু করলে একে একে মুরগির মাংস, কাবাব মশলা, ধনে পাতা কুচি, কাজু বাদাম বাটা, গরম মশলা গুঁড়ো, পাতিলেবুর রস, চাট মশলা দিয়ে নাড়তে থাকুন। মাংস সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। এ বার একটি বাটিতে মাংসের মিশ্রণ, সিদ্ধ আলু, নুন, চিনি আর ডিম একসঙ্গে মিশিয়ে কাবাবের আকার দিন। কাবাবের গায়ে বাকি ভাজা তিল ভাল করে ছড়িয়ে দিন। ননস্টিক প্যানে তেল ও ঘি একসঙ্গে গরম করে কাবাব ভেজে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন তিল চিকেনের কাবাব।