Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিন্দুতেই সিন্ধু

কপালে দুই ভুরুর ঠিক মাঝখানে একটা ছোট্ট রঙিন বিন্দু। ব্যস! পুরো লুকটাই পালটে গেল নিমেষে। যে কোনও পোশাকেই টিপ এখন ইনকপালে দুই ভুরুর ঠিক মাঝখানে একটা ছোট্ট রঙিন বিন্দু। ব্যস! পুরো লুকটাই পালটে গেল নিমেষে। যে কোনও পোশাকেই টিপ এখন ইন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০০:০০
Share: Save:

ফিরে আসছে টিপ। বলিউড থেকে টলিউড পর্যন্ত নায়িকাদের শ্রী বৃদ্ধি করতে টিপ এখন সকলের প্রিয়। কাজল, মাধুরী দীক্ষিতের মতো অভিনেতা থেকে শুরু করে অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট, শ্রদ্ধা কপূরের মতো ইয়ং ব্রিগেডের কপালের দিকে তাকালেই এখন চোখ টেনে নিচ্ছে এই বিন্দুটি। বাংলা চলচ্চিত্র জগতে টিপ বরাবরই হিট। কিন্তু কেমন টিপ এখন ইন সেটা জানতে হবে আগে...

স্টোন বসানো বা চৌকো, লম্বাটে টিপ নয়, বরং যে কোনও এক রঙের গোল টিপই এখন ফ্যাশনদুরস্ত।

ছোট কালো টিপ এখন সবচেয়ে বেশি ইন। পশ্চিমি থেকে এথনিক পোশাকেও এই টিপ মানিয়ে যায় ঝট করে। তবে একটু ফিউশন ধরনের পশ্চিমি পোশাকের সঙ্গে কালো টিপ কম্বাইন করতে পারেন।

লাল টিপ বাঙালিদের ভীষণ প্রিয়। সামনেই নববর্ষ। যে কোনও রঙের শাড়ি, কুর্তার সঙ্গে লাল টিপ পরতে পারেন।

এ ছাড়া বিভিন্ন রঙের টিপ তো আছেই। পোশাকের রঙের সঙ্গে মানানসই রঙের টিপও লাগাতে পারেন কপালে।

হাতের কাছে টিপ না থাকলে আইলাইনার বা কাজল দিয়েও একটা বিন্দু এঁকে নিতে পারেন কপালের মাঝখানে।

মনে রাখবেন বড় টিকলি পরলে কিন্তু টিপ পরবেন না। একান্তই টিপ পরতে ইচ্ছে হলে ছোট রঙিন টিপ পরবেন।

এ ছাড়াও তিলক কাটার মতো করেও টিপ পরতে পারেন। লাল, গেরুয়া বা খয়েরি রঙের কুমকুম দিয়ে কপালের উপর দিকে আঙুল দিয়ে একটু টেনে নিলেই আঁকা হয়ে যাবে তিলকের মতো টিপ।

অনেকে মেয়েদের কপালে টিপের ব্যবহারকে ‘তৃতীয় চক্ষু’র রূপক বলে মনে করেন। তবে সে সব বাদ দিলেও শুধু মাত্র সাজের জন্যই এই ছোট্ট বিন্দুকে না হয় মাথায় করে রাখলাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Make Up Dress Up Bindi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE