Advertisement
E-Paper

ফ্যাশনের সংজ্ঞাটাই বদলে ফেললেন টলিউডের ফ্যাশনিস্তা শুভশ্রী

সামার ফ্রেন্ডলি আউটফিটে ভেরি কুল শুভশ্রী! ঊর্মি নাথ গ্রীষ্মের আগমনে ফ্যাশনের সংজ্ঞাটাই বদলে ফেললেন টলিউডের ফ্যাশনিস্তা শুভশ্রী। সামার ফ্রেন্ডলি আউটফিটে ভেরি কুল এই অভিনেত্রী! ঊর্মি নাথ

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০০:১২

বসন্ত গুডবাই বলতে না বলতেই হুড়মুড়িয়ে চলে এল গরমের দাপট। গ্রীষ্মের শুরুতেই আট থেকে আশি ঘেমে-নেয়ে একসা। এই সময়ে এক বার ভাবুন তো সেলিব্রিটিদের কথা! মেকআপ, শ্যুটিং, আউটডোরের বিরাম নেই। শ্যুটিং প্যাকআপ হতেই ফিল্মের প্রোমোশন, সাকসেস পার্টি কত কী! ঋতু যা-ই হোক না কেন, একবিন্দু গ্ল্যামারের কমতি? নৈব নৈব চ!

‘‘এখন গরম কোনও সমস্যাই নয়। সামার কুল পোশাকে পার্টি টু প্রমোশন, সব জায়গাতেই দিব্যি কুল থাকা যায়।’’ ডাবের জলে চুমুক দিয়ে বললেন বাংলা ছবির ব্যস্ততম অভিনেত্রী শুভশ্রী।

‘কটন ফ্যাব্রিক অ্যান্ড নো অ্যাকসেসরিজ’, সামারে এই হল শুভশ্রীর স্টাইল স্টেটমেন্ট। তাই বোধহয় লিনেনের বোট নেক প্লিটেড অ্যান্টিফিটেড ড্রেসের সঙ্গে খাদি কাপড়ের বাটিক ডটেড স্কার্ফ অ্যাকসেসরিজ হিসেব ব্যবহার করেছেন তিনি।

বোট নেক প্লিটেড অ্যান্টিফিটেড ড্রেসের সঙ্গে বাটিক ডটেড স্কার্ফ

ব্লু জিন্স ও হোয়াইট টপ, শুভশ্রীর প্রিয় পোশাক। কিন্তু ‘পত্রিকা’র জন্য এ বার তিনি একটু অন্য রকম সাজে সাজলেন। পিওর ডেনিমে না গিয়ে হ্যান্ডলুম ডেনিম ও খাদি ফ্যাব্রিকের লো ক্রোচ জাম্পসুটের সঙ্গে গামছা চেকের লিনেন শ্রাগ পরে শুভশ্রী বললেন, ‘‘এটা যেমন স্টাইলিস্ট তেমনই কমফর্টেবল। দিনের বেলায় ছবির প্রোমোশনের জন্য পারফেক্ট আউটফিট!’’ ‘বস টু’, ‘আমার আপনজন’, ‘ধুমকেতু’ ছবির কাজ শেষ, অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত শুভশ্রী।

আরও পড়ুন: ওর মতো ছেলেমানুষ খুব একটা দেখিনি

হ্যান্ডলুম ডেনিম ও খাদি ফ্যাব্রিকে লো ক্রোচ জাম্পসুটের সঙ্গে গামছা চেকের লিনেন শ্রাগ

সুতরাং, এই গরমে কোনও ছুটি নেই তাঁর। শুটিংয়ের পাশাপাশি নতুন ছবির প্রোমোশন জমিয়ে করতে হবে শুভশ্রীকে। হলুদ, লাল, সবুজ রঙের মিশেলে শিথ ড্রেসের সঙ্গে কটনের হ্যান্ডব্যাগ পারফেক্ট ম্যাচ। ‘‘শিথ ড্রেস আমার বেশ ফেভারিট।’’ বললেন শুভশ্রী। ক্যাজুয়াল আউটফিট, লাইট টাচআপ, টপ নট বা হর্সটেল বা লুজ ব্রেড হেয়ার স্টাইলের সঙ্গে পারফেক্ট বিভিন্ন রঙের স্নিকার্স।

শিথ ড্রেসের সঙ্গে কটনের হ্যান্ডব্যাগ

এই কুল কমফর্ট কালারফুল আউটফিটের জন্য ডিজাইনার সায়ন্তন সরকার প্রশংসা কুড়িয়েছেন ফ্যাশন উইকে।

ছবি: সোমনাথ রায়

পোশাক: সায়ন্তন সরকার

মেকআপ: নবীন দাস

হেয়ার: আশিস বোগী

স্টাইলিং: অনুপম চট্টোপাধ্যায়

ফুড পার্টনার: চাওম্যান

Subhasree Ganguly Summer Friendly Outfit শুভশ্রী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy