Advertisement
০৬ মে ২০২৪

দেওয়ালেই লিখিবেন!

তবে সেটা নিজের দেওয়াল হওয়াই বাঞ্ছনীয়। সাদা রং করা দেওয়ালের অনেকটাই হতে পারে আপনার ক্যানভাস। গ্র্যাফিটি করুন, রঙের কোলাজ বানান, পোস্টার আর্ট করুন— মোট কথা, দেওয়াল সাজিয়ে ঘরের ভোল পাল্টে ফেলুন। দেখবেন, জীবনটা কেমন নতুন লাগছে! তবে সেটা নিজের দেওয়াল হওয়াই বাঞ্ছনীয়। সাদা রং করা দেওয়ালের অনেকটাই হতে পারে আপনার ক্যানভাস। গ্র্যাফিটি করুন, রঙের কোলাজ বানান, পোস্টার আর্ট করুন— মোট কথা, দেওয়াল সাজিয়ে ঘরের ভোল পাল্টে ফেলুন। দেখবেন, জীবনটা কেমন নতুন লাগছে!

অন্তরা মজুমদার
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৩
Share: Save:

বাড়ির লিভিং রুমটাকে যদি নতুন ভাবে সাজাতে হয়, এক দিকের দেওয়ালে কতকগুলো সেকশন করে নিয়ে সাজাতে পারেন যেমন খুশি। মনে করুন, কিছু পোর্ট্রেট দিয়ে একটা অংশ সাজাবেন। তা হলে পোর্ট্রেটগুলোর ফাঁকে ফাঁকে মাপ মতো একটা-দুটো আয়না রাখুন। ঘরের এই কোনায় আলোর ব্যবস্থাও যেন মনোরম হয়। বড় ঘরে অনেকটা জায়গা জুড়ে এ রকম করতে পারলে ঘরটা বেশ রাজকীয় দেখাবে। তবে সে ক্ষেত্রে ব্যবহার করতে হবে ভিনটেজ ওয়াল মিরর।

• বিদেশি রিটেল সাইটগুলোয় পুরনো বিলবোর্ড কিনতে পাওয়া যায়। কারও ওই ধরনের জিনিস সংগ্রহের ঝোঁক থাকলে একটা দেওয়াল সেই কালেকশন দিয়েই সাজিয়ে ফেলতে পারেন। পুরনো গ্রামোফোন রেকর্ড দিয়েও সাজাতে পারেন সাদা দেওয়াল। দারু‌ণ দেখতে লাগে! তবে যে কর্নারটা এ ভাবে সাজাবেন, সেখানে যেন সবুজের ছোঁয়া থাকে। মানি প্লান্ট বা ক্রিপার্স রাখতে পারেন অল্পস্বল্প।

• শুধু গাছ দিয়েও সাজাতে পারেন দেওয়াল। নার্সারি বা অনলাইন স্টোরে ভার্টিক্যাল ওয়াল প্লান্টার পাওয়া যায়। সেগুলোতে ছোট ছোট ইন্ডোর প্লান্টস রাখতে পারেন। তবে নিয়মিত পরিচর্যা করতে হবে তার। যাঁরা প্রকৃতি ভালবাসেন, এ ভাবে এক টুকরো ভার্টিক্যাল বাগান বানিয়েই ফেলতে পারেন। ঘরের একেবারে ভিতরে না করে ড্রয়িং রুম, ব্যালকনি বা টেরেসের সঙ্গে লাগোয়া ঘরের দেওয়াল এ ভাবে সাজাতে পারেন।

• ওয়াল স্টিকার বা ওয়াল ডিক্যাল কিনে এনেও সাজাতে পারেন। বাচ্চাদের ঘর এ ভাবে সাজালে তাদের কাছেও বিষয়টা উপভোগ্য হয়ে ওঠে। কার্টুন চরিত্র বা মজার মজার পশুপাখির স্টিকার এনে বাচ্চাদের ঘরের এক পাশটা সাজান। তবে নেহাত সাদা দেওয়ালে সব সময় এগুলো ভাল না-ও লাগতে পারে। দেওয়ালের রঙে হাল্কা প্যাস্টেল আভা থাকে যেন। শুধু বাচ্চাদের ঘর কেন, লিভিং রুম বা রি়ডিং কর্নারটাও ওয়াল ডিক্যালে সাজাতে পারেন। চমকপ্রদ অপশন পেয়ে যাবেন। এগুলো পাল্টেও ফেলা যায়। ফলে এক রকম দেখতে দেখতে বোর হওয়ার চান্স কম।

• চাইলে পেন্টিংও করিয়ে নিতে পারেন। তবে কম জায়গা জুড়ে করুন। গোটা দেওয়ালে একটাই ছোট এলিমেন্ট রাখতে পারেন। গ্র্যাফিটি করতে চাইলে আলাদা কথা। যত অ্যামেচার শিল্পী বন্ধুরা আছেন, ডেকে নিন সকলকে। আড্ডার সঙ্গে সঙ্গে ওয়াল আর্টও হয়ে যাবে। তবে এক দিকের দেওয়ালেই করবেন। না হলে অতিরিক্ত মনে হবে।

• ছোটবেলার দেওয়াল লিখন মনে আছে? খানিকটা সে রকম ভাবেই সাজিয়ে নিতে পারেন দেওয়াল। যাঁরা একটু মিনিম্যাল সাজাতে ভালবাসেন, তাঁদের জন্য এটা আদর্শ। মনে করুন, কোনও মজার উদ্ধৃতি বা নিজের পছন্দের কোনও কবিতার লাইন লিখে রাখলেন দেওয়ালে। তেমন মনে হলে, স্টিকারের মতো করেও লাগাতে পারেন। ডাইনিং রুমে এমন ওয়াল আর্টে অতিথিরা বেশ মজা পাবেন!

• প্রিয় সেলেব্রিটি বা আইকন, বিখ্যাত সিনেমার পোস্টার দিয়ে দেওয়াল সাজানো তো পুরনো। বিভিন্ন রকম ফোটোফ্রেম দিয়েও অনেকে দেওয়াল সাজান। তার চেয়ে বাচ্চাদের হাতে আঁকা ছবি ফ্রেম করে সাজান। বোল্ড ক্রেয়নের রং ও বাচ্চাদের কল্পনাশক্তির জোর কিন্তু ঘরের কোণ রঙিন করে তুলবে! চিনেমাটি বা পোর্সেলিনের কাজ করা প্লেট দিয়েও সাজাতে পারেন দেওয়াল। তবে এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। হঠাৎ ধাক্কা লেগে যেন ভেঙে না যায়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Decoration Wall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE