Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Presents
home loan

গৃহ-ঋণ চান? জেনে নিন কী কী কাগজ লাগবে

আজকাল কম বেশি একই রকম তথ্য চায় সব গৃহ-ঋণ সংস্থাই।

প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০৭
Share: Save:

মাথার উপর ছাদের ব্যবস্থা করতে সবাই এখন ঋণের রাস্তাতেই হাঁটেন। এক লপ্তে টাকা ঢালতে হয় না। তার উপর পাওয়া যায় কর ছাড়ের সুবিধা। আর আজকাল কম বেশি একই রকম তথ্য চায় সব গৃহ-ঋণ সংস্থাই। সে ব্যাঙ্কই হোক বা অন্য কোনও আর্থিক সংস্থা। ফারাক হতে পারে, কিন্তু তা যে খুব একটা বেশি তা নয়। তাই দেখে নিন কী কী কাগজ লাগবে।

চেক লিস্ট:

১ ফর্ম ভরুন। খেয়াল রাখবেন তথ্যে যেন ভুল না থাকে। যা চাইছে তা স্পষ্ট করে লিখুন।
২ পাসপোর্ট সাইজ ছবি।
৩ পরিচয় পত্র
- আধার কার্ড (দিয়ে রাখা ভাল) অথবা
- প্যান কার্ড অথবা
- ভোটার কার্ড
- ড্রাইভিং লাইসেন্স অথবা
- পাসপোর্ট

৪ জন্ম প্রমাণপত্র
 বার্থ সার্টিফিকেট অথবা
 ক্লাস টেন পাস করার সার্টিফিকেট
 আধার কার্ড অথবা
 কোনও সরকারি পরিচয়পত্র যাতে জন্মদিন ও সালের উল্লেখ আছে

৫ ঠিকানা
o আধার
o ভোটার কার্ড
o বিদ্যুত/টেলিফোন বিল
o জীবনবিমার প্রিমিয়াম রিসিট
o পাসপোর্ট
o রেশন কার্ড
o অথবা তালিকাভুক্ত সরকারি আধিকারিকের কাছ থেকে নেওয়া সংশাপত্র

৬ যাঁরা মাইনে পান তাঁদের আয়ের প্রমাণ
o ফর্ম-১৬
o সংস্থার কাছ থেকে নিযুক্তির সংশাপত্র
o বিগত কয়েক মাসের পে-স্লিপ
o বিগত তিন বছরের আয়কর রিটার্ন

৭ যাঁরা স্বনিযুক্ত তাঁদের আয়ের প্রমাণ
o বিগত তিন বছরের আয়কর রিটার্ন
o ব্যবসার কাগজ (ট্রেড লাইসেন্স ইত্যাদি)
o পেশাদারদের লাইসেন্স (ডাক্তারি, উপদেষ্টাদের মতো পেশায় নিযুক্ত যাঁরা)
o তিন বছরের ব্যালান্স শিট (চার্টার্ড অ্যাকাউন্টের সংশাপত্র সহ)
o এসটাব্লিশমেন্ট সার্টিফিকেট
o ব্যবসার ঠিকানার প্রমাণপত্র

৮ সম্পত্তি কেনার কাগজ
o যাঁর কাছ থেকে কিনছেন তাঁর কাছ থেকে নেওয়া এনওসি
o বাড়ি বা ফ্ল্যাট তৈরির খরচের বিস্তারিত হিসাব
o সম্পত্তি কেনার প্রমাণপত্র (দলিল)
o তৈরি বাড়ি বা ফ্ল্যাট কেনার অকুপ্যান্সি সার্টিফিকেট
o প্রপার্টি ট্যাক্স ও সংশ্লিষ্ট করের রশিদ
o সম্পত্তি কেনার জন্য দেওয়া অগ্রিমের রশিদ/ব্যাঙ্ক স্টেটমেন্ট
o অনুমোদিত বিল্ডিং প্ল্যানের সার্টিফায়েড কপি

মোটামুটি প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাটা এই রকমই। তাই ঋণের আবেদন করার আগে তৈরি থাকুন এগুলি নিয়ে। এর বাইরেও কিছু সংশাপত্র লাগতে পারে। কিন্তু তা না লাগাটাই স্বাভাবিক।


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

home loan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE