Advertisement
০৩ মার্চ ২০২৪
Sandipta Sen's Wedding

কন্যাদানই হল না সন্দীপ্তার বিয়েতে, তারকাদের ভিড়ে কাদের দেখা গেল?

পরিকল্পনামাফিক মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। বিয়েতে হল না কন্যাদান। একই দিনে মিটেছে সইসাবুদের পালা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৯
Share: Save:
০১ ১৮
বেশ কিছু বছর ধরেই আড়ালে আবডালে প্রেম চলছিল দু’জনের। কথা হচ্ছে টলিপাড়ার চেনা মুখ সন্দীপ্তাকে নিয়ে। তাঁর বিয়ে নিয়ে কানাঘুষো চলছিল অনেক দিনই।

বেশ কিছু বছর ধরেই আড়ালে আবডালে প্রেম চলছিল দু’জনের। কথা হচ্ছে টলিপাড়ার চেনা মুখ সন্দীপ্তাকে নিয়ে। তাঁর বিয়ে নিয়ে কানাঘুষো চলছিল অনেক দিনই।

০২ ১৮
কৌতূহলেও কমতি ছিল না নেটাগরিকদের। ৭ ডিসেম্বর বেশ ধুমধাম করেই অভিনেত্রী চারহাত এক করলেন প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে।

কৌতূহলেও কমতি ছিল না নেটাগরিকদের। ৭ ডিসেম্বর বেশ ধুমধাম করেই অভিনেত্রী চারহাত এক করলেন প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে।

০৩ ১৮
টলিপাড়ায় খোঁজ ছিল অনেকের কাছেই, তা-ও মিটছিল না জল্পনার রেশ। তবে সেই ধোঁয়াশা কাটিয়েছেন অভিনেত্রী নিজেই। নিজের সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন বিয়ের আগের প্রি-ওয়েডিং ফটোশুটের ভিডিয়ো।

টলিপাড়ায় খোঁজ ছিল অনেকের কাছেই, তা-ও মিটছিল না জল্পনার রেশ। তবে সেই ধোঁয়াশা কাটিয়েছেন অভিনেত্রী নিজেই। নিজের সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন বিয়ের আগের প্রি-ওয়েডিং ফটোশুটের ভিডিয়ো।

০৪ ১৮
তাতে বেশ স্পষ্ট ছিল সন্দীপ্তার সঙ্গে তাঁর প্রেমিকের ঘনিষ্ঠতা। কলকাতার অলিগলিতে হেঁটে নিজেদের বিয়ের কথা জানান দিয়েছিলেন তাঁরা। দিন গুনছিলেন তাঁদের ভক্তরা।

তাতে বেশ স্পষ্ট ছিল সন্দীপ্তার সঙ্গে তাঁর প্রেমিকের ঘনিষ্ঠতা। কলকাতার অলিগলিতে হেঁটে নিজেদের বিয়ের কথা জানান দিয়েছিলেন তাঁরা। দিন গুনছিলেন তাঁদের ভক্তরা।

০৫ ১৮
তার পরেই দিন কয়েক আগে আবার নজরে আসে তাঁদের বাগদানের বেশ কিছু মুহূর্ত। ডিসেম্বরের শুরুতে দু’জন আংটি বদল করেন।

তার পরেই দিন কয়েক আগে আবার নজরে আসে তাঁদের বাগদানের বেশ কিছু মুহূর্ত। ডিসেম্বরের শুরুতে দু’জন আংটি বদল করেন।

০৬ ১৮
৩ ডিসেম্বর তাঁদের হাসিমুখের ছবি নিমেষে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। নিজের সমাজমাধ্যমের পাতায় ‘বাগদত্তা’ বা ‘এনগেজড’ লিখে ছবিগুলি শেয়ার করেন ‘বোধন’ খ্যাত অভিনেত্রী।

৩ ডিসেম্বর তাঁদের হাসিমুখের ছবি নিমেষে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। নিজের সমাজমাধ্যমের পাতায় ‘বাগদত্তা’ বা ‘এনগেজড’ লিখে ছবিগুলি শেয়ার করেন ‘বোধন’ খ্যাত অভিনেত্রী।

০৭ ১৮
৭ ডিসেম্বর পরিকল্পনামাফিক মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। বিয়েতে হল না কন্যাদান। একই দিনে মিটেছে সইসাবুদের পালা।

৭ ডিসেম্বর পরিকল্পনামাফিক মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। বিয়েতে হল না কন্যাদান। একই দিনে মিটেছে সইসাবুদের পালা।

০৮ ১৮
মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের পৌরোহিত্যে বিয়ে সারলেন নায়িকা। বিয়েতে যে সাবেকি সাজে সাজবেন তিনি, সে কথা তো আগে থেকেই স্থির করে রেখেছিলেন।

মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের পৌরোহিত্যে বিয়ে সারলেন নায়িকা। বিয়েতে যে সাবেকি সাজে সাজবেন তিনি, সে কথা তো আগে থেকেই স্থির করে রেখেছিলেন।

০৯ ১৮
তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে।

তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে।

১০ ১৮
সৌম্য সাজলেন হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। পাশে ছিলেন তাঁর প্রিয় বান্ধবীরা।

সৌম্য সাজলেন হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। পাশে ছিলেন তাঁর প্রিয় বান্ধবীরা।

১১ ১৮
সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু টলিউড তারকা উপস্থিত ছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে।

সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু টলিউড তারকা উপস্থিত ছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে।

১২ ১৮
বিয়ের রীতিনীতির মতোই খাবারের মেনুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। কড়াইশুঁটির কচুড়ি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, কষা মাংস, চিংড়ির মালাইকারির মতো হরেক পদ ছিল বিয়ের ভোজে।

বিয়ের রীতিনীতির মতোই খাবারের মেনুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। কড়াইশুঁটির কচুড়ি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, কষা মাংস, চিংড়ির মালাইকারির মতো হরেক পদ ছিল বিয়ের ভোজে।

১৩ ১৮
তাঁর বিয়ের দিন তো সকাল থেকে বৃষ্টি। ফলে এমনিতেই শীতের শহরে চারিদিকে জল। অনেকেই ভেবেছিলেন খোলা জায়গায় কী ভাবে ব্যবস্থা হবে। কিন্তু সব কিছু সুষ্ঠু ভাবে হয়ে গেল।

তাঁর বিয়ের দিন তো সকাল থেকে বৃষ্টি। ফলে এমনিতেই শীতের শহরে চারিদিকে জল। অনেকেই ভেবেছিলেন খোলা জায়গায় কী ভাবে ব্যবস্থা হবে। কিন্তু সব কিছু সুষ্ঠু ভাবে হয়ে গেল।

১৪ ১৮
গায়েহলুদের সকালেও একেবারে সাদামাঠা সাজে ফ্রেমবন্দি হন অভিনেত্রী। এক দিনেই বিয়ে এবং রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়েহলুদের সকালে।

গায়েহলুদের সকালেও একেবারে সাদামাঠা সাজে ফ্রেমবন্দি হন অভিনেত্রী। এক দিনেই বিয়ে এবং রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়েহলুদের সকালে।

১৫ ১৮
বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে পাঁঠার মাংস— কিছুই বাদ ছিল না। এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেল আমন্ত্রিতদের তালিকায়।

বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে পাঁঠার মাংস— কিছুই বাদ ছিল না। এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেল আমন্ত্রিতদের তালিকায়।

১৬ ১৮
বিয়েতে সাদা রঙের কিছু পরা যাবে না বলে বাগ্‌দান পর্বের দিন সাদা লেহঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী।

বিয়েতে সাদা রঙের কিছু পরা যাবে না বলে বাগ্‌দান পর্বের দিন সাদা লেহঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী।

১৭ ১৮
সৌম্যর সঙ্গে কয়েক বছরের প্রেম নায়িকার। প্রথম দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও পরবর্তী কালে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তাঁরা।

সৌম্যর সঙ্গে কয়েক বছরের প্রেম নায়িকার। প্রথম দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও পরবর্তী কালে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তাঁরা।

১৮ ১৮
আগে নায়িকাকে পর্দায় দক্ষ হাতে সংসার সামলাতে দেখেছেন দর্শক। বাস্তবে তিনি কতটা সংসারী, সেটা অবশ্য সময়ই প্রমাণ করবে।

আগে নায়িকাকে পর্দায় দক্ষ হাতে সংসার সামলাতে দেখেছেন দর্শক। বাস্তবে তিনি কতটা সংসারী, সেটা অবশ্য সময়ই প্রমাণ করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE