Advertisement
২৪ মার্চ ২০২৩

বাগদান হয়নি আমার, দেশে ফিরে বললেন ক্যাটরিনা

অবশেষে ফিরলেন তাঁরা। এত রাখঢাক, এত গসিপের পর সুদূর প্রাগে বাগদান কি সেরে ফেললেন রণবীর-ক্যাটরিনা? পাপারাত্‌জিদের চোখে যতই ধুলো দেওয়ার চেষ্টা করুন, মিউনিখ থেকে প্রাগ যাওয়ার বিমানে একসঙ্গে ধরা পড়ে গিয়েছিলেন এই জুটি।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ১২:৩৫
Share: Save:

অবশেষে ফিরলেন তাঁরা। এত রাখঢাক, এত গসিপের পর সুদূর প্রাগে বাগদান কি সেরে ফেললেন রণবীর-ক্যাটরিনা? এই কৌতূহল যখন সকলের মনে তখনই সব জল্পনার অবসান ঘটালেন ক্যাটরিনা নিজেই। ফ্যান্টমের সাংবাদিক সম্মেলনে নায়িকা নিজেই জানালেন, ‘‘বাগদান হয়নি আমার।’’ তাহলে রণবীরের সঙ্গে তাঁর এতদিনের সম্পর্কের জল্পনা কি মিথ্যে? নাকি কপূর পরিবারের অনুপস্থিতিতে কোনও বাগদানই সম্ভব নয়! রণবীরের মা নিতু সিংহের বরাবরই অপচ্ছন্দ ক্যাটরিনাকে। সে জন্যই কি কপূর পরিবারের হবু বউমার আসন থেকে ছিটকে গেলেন ক্যাট? অস্বীকার করলেন তাঁদের এতদিনের সম্পর্ক? নাকি রণবীরকে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্যই না-পসন্দ কপূরদের? দেশে ফিরেই ক্যাটরিনা এই মন্তব্যে হতবাক বলিউড। এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনাও। দিন কয়েক আগে মিউনিখ থেকে প্রাগ যাওয়ার বিমানে পাপারাত্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়ে গিয়েছিলেন রণবীর-ক্যাটরিনা। শনিবার ছুটি কাটিয়ে ফিরে মুম্বই বিমানবন্দরে ফের ফ্রেমবন্দী হলেন তাঁরা। ক্যামেরার সামনে নিজেদের আড়াল করার চেষ্টা না করেলেও অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই নিজেদের মতো গাড়িতে উঠে পড়েন তাঁরা। তাঁদের আসন্ন বাগদানের জল্পনায় যখন সরগরম বলিউড তখন আচমকা ক্যাটরিনার এ হেন মন্তব্যে এক নতুন জল্পনা শুরু হল বি-টাউনে। ছবি: নিজস্ব চিত্র, ইন্সটাগ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.