Advertisement
E-Paper

ভালবাসার দিনে প্রিয়জনকে মিষ্টিমুখ করান ঘরে বানানো পেস্ট্রি দিয়ে, তিন পদ্ধতি শিখে নিন

ডায়েট যতই মানুন না কেন, বিশেষ দিনে পাতে এক টুকরো কেক না হলে কি আর জমে! তাই দোকান থেকে কেনা ক্রিম দেওয়া কেক বা পেস্ট্রি যদি খাওয়াতে না চান, তা হলে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২১
Bring home the fine dining experience with these premium desserts

পেস্ট্রি বা পাই ঘরে বানাবেন কী ভাবে, রইল তিন সহজ রেসিপি। ছবি: ফ্রিপিক।

ভালবাসার দিন এসেই গেল প্রায়। প্রিয় জনকে মিষ্টি মুখ করাতে দোকান থেকে কেক বা পেস্ট্রি কেনার দরকার নেই। বাড়িতেই বানিয়ে নিতে পারেন নানা রকম স্বাদে পেস্ট্রি। যতই ডায়েট মানুন না কেন, বিশেষ দিনে পাতে এক টুকরো কেক না হলে কি আর জমে! তাই দোকান থেকে কেনা ক্রিম দেওয়া কেক বা পেস্ট্রি যদি খাওয়াতে না চান, তা হলে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারেন। রইল তিন রকম রেসিপি।

রেড ভেলভেট ব্রাউনি

উপকরণ

২-৩টি ডিম

১ কাপ চিনি

আধ কাপ মাখন

আধ থেকে ১ কাপ সাদা চকোলেট

১ কাপ ময়দা

এক চিমটে কাঠবাদামের গুঁড়ো বা কোকোয়া পাউডার

রেড ভেলভেট ব্রাউনি।

রেড ভেলভেট ব্রাউনি। ছবি: ফ্রিপিক।

প্রণালী

একটি বড় পাত্রে ডিম ও চিনি নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। সাদা চকোলেট গলিয়ে রাখুন। এ বার ফেটানো ডিম ও চিনির সঙ্গে সাদা চকোলেট ও মাখন মিশিয়ে আবার ফেটান। মিহি মিশ্রণ তৈরি হলে তাতে ময়দা, কাঠবাদামের গুঁড়ো, কোকোয়া পাউডার ও লাল খাবার রং মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে।

বেকিং ট্রে-তে মিশ্রণটি ঢেলে অভেনে ৩০ মিনিট ধরে ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করতে হবে। ঠান্ডা হলে উপরে আরও কিছুটা কাঠবাদামের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।

চকোলেট সিল্ক কেক

উপকরণ

৫০ মিলিলিটারের মতো জল মেপে নেবেন

৬ চা চামচ চিনি

১২ চামচ মাখন

১২ চা চামচ গলানো ডার্ক চকোলেট

৩টি ডিম

চকোলেট সিল্ক কেক।

চকোলেট সিল্ক কেক। ছবি: ফ্রিপিক।

প্রণালী

সসপ্যানে একটি পাত্রে জল, চিনি ও চকোলেট মিশিয়ে নাড়তে থাকুন। আঁচ কম রাখবেন। সুন্দর রং ধরলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন ৩০ মিনিট। ঠান্ডা হয়ে গেলে তাতে ডিমগুলি দিয়ে ভাল করে ফেটান। মিহি মিশ্রণ তৈরি হলে সেটি বেকিং ট্রে-তে ঢেলে অভেনে ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৪৫ মিনিট ধরে বেক করুন। ঠান্ডা হলে মাপ মতো চৌকো চৌকো করে কেটে নিন। উপর থেকে চকোলেট ক্রিম ছড়িয়ে বা ক্যাডবেরি দিয়ে পরিবেশন করুন।

আপেল পাই

উপকরণ

২ কাপ আপেল কুচনো

আধ কাপের মতো আপেলের জুস

দেড় চামচ ব্রাউন সুগার

আধ চামচ দারচিনির গুঁড়ো

এক চিমটে জায়ফলের গুঁড়ো

দেড় চামচের মতো কিশমিশ

১০ চামচ ময়দা

৩ চা চামচ মাখন

৫ চামচ চিনি

দেড় চামচ কাঠবাদামের গুঁড়ো

আধ চামচ গুঁড়ো দুধ

এক চিমটে নুন

আপেল পাই।

আপেল পাই। ছবি: ফ্রিপিক।

প্রণালী

একটি বড় পাত্রে আপেল কুচি, আপেল জুস, ব্রাউন সুগার, দারচিনি ও জায়ফলের গুঁড়ো মিশিয়ে ফোটান। আঁচ কম রাখবেন। আপেল নরম হয়ে এলে তাতে কিশমিশ, কাঠবাদামের কুচি, কিশমিশ মিশিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন। এর পর গ্যাস বন্ধ করে ৩০ মিনিট ঠান্ডা হতে দিন।

অন্য একটি পাত্রে ময়দা, কাঠবাদামের গুঁড়ো, নুন মিশিয়ে রাখুন। এ বার আরও একটি পাত্র নিয়ে তাতে মাখনের সঙ্গে চিনি ভাল করে ফেটান। ক্রিমের মতো তৈরি হলে তাতে ময়দার মিশ্রণ মিশিয়ে আরও একবার ফেটিয়ে নিন। খুব শুকনো করে মিশ্রণটি তৈরি করতে হবে। তার পর সেটি ঢাকা দিয়ে ৩০ মিনিট রেখে দিন। এই শুকনো মিশ্রণের উপরে আপেলের কুচি আর কিশমিশ, কাঠবাদামের মিশ্রণটি ঢেলে অভেনে ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২৫-৩০ মিনিট ধরে বেক করতে হবে। সোনালি রং ধরলে সেটি ঠান্ডা করে পরিবেশন করুন।

Dessert Recipe Dessert Recipes Chocolate Cake Recipes Cake Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy