দুধ ফোটাতে গিয়ে কখনও উথলে পড়েনি এমন রান্নাঘর বাঙালি সমাজে বিরল। কেউ কেউ বলেন দুধ উথলে পড়া সৌভাগ্যের লক্ষণ, কেউ আবার বলেন এ সব কুসংস্কার ছাড়া কিছুই নয়। তবে যে যাই বলুক, দুধ উথলে পড়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি চান অনেকেই। কিন্তু কোন উপায়ে মুক্তি মিলতে পারে এই সমস্যা থেকে?