বর্ষাকাল চলে এলেও বাজারে এখনও রাজত্ব করছে আম। বাঙালির ঘরে ঘরে আমের মরসুম এখনও অটুট। বাজার ফিরতি মানুষের থলিতে উঁকি মারছে বিভিন্ন স্বাদের আম। শুধু আম খাওয়া ছাড়াও অনেকেই তা দিয়ে বানিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের পদ। এমনকি, আম দিয়ে নানা মিষ্টিও তৈরি করা যায়। আম দই, আম সন্দেশ অনেকেরই প্রিয়। তবে আম দিয়ে তৈরি নতুন স্বাদের কিছু খেতে চাইলে বানাতে পারেন আমের মালপোয়া। রইল প্রণালী।
উপকরণ:
ময়দা: ২০০ গ্রাম