Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Recipe

Milk Cake: জন্মদিনে প্রিয়জনকে নতুন কিছু বানিয়ে চমকে দিতে চান? বানাতে পারেন ছানার কেক

প্রিয়জনের জন্মদিন হোক বা বিশেষ কোনও উৎসব নতুন কিছু বানিয়ে সবাইকে চমকে দিতে বানাতে পারেন ছানার কেক।

ছানার কেক।

ছানার কেক। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২২:৩৭
Share: Save:

উৎসব উদ্‌যাপনে কেক কাটার চল পাশ্চাত্য সংস্কৃতির হাত ধরে এলেও এটা এখন বাঙালি সংস্কৃতিরই অংশ। জন্মদিন, ব়ড়দিন, বিবাহবার্ষিকীর মতো বিশেষ দিনগুলিতে নানা স্বাদের কেক বানানো হয় অনেকের বাড়িতেই। ফ্রুট কেক, চকোলেট কেক, ভ্যানিলা কেক—এমন নানান স্বাদের কেক প্রায়ই খাওয়া হয়। তবে প্রিয়জনের জন্মদিন হোক বা বিশেষ কোনও দিনে নতুন কিছু বানিয়ে চমকে দিতে বানাতে পারেন ছানার কেক। রইল প্রণালী।

উপকরণ

ময়দা: দু’কাপ

গুঁড়ো চিনি: তিন কাপ

চিনি: দু’চামচ

বেকিং পাউডার: এক চা চামচ

মাখন: ৭৫ গ্রাম

ডিম: ১টি

জল ঝরানো ছানা: ৩ কাপ

কাজুবাদাম: দু চামচ

কিশমিশ: এক চামচ

ভ্যানিলা এসেন্স: ২ চামচ

ছোট এলাচের গুঁড়ো: এক চা চামচ

দুধ: আধ কাপ

প্রণালী

জল ঝরানো ছানা একটা থালায় ঢেলে ভাল করে মেখে নিন। দলা পাকিয়ে যাতে না থাকে সেদিকে খেয়াল রাখুন।

এ বার অন্য একটি পাত্রে গুঁড়ো চিনি, মাখন, ভ্যানিলা এসেন্স, ডিম, দুধ, এলাচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিন।

ঘন এবং তরল করে ময়দা মেখে নিয়ে তার মধ্যে ছানা মিশিয়ে নিন ভাল করে।

এরপর অন্য একটি পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে বাদাম, কিশমিশ, কাজু ছড়িয়ে একটি টুথপিক ঢুকিয়ে অভেনে বেক করে নিন।

বেকড হয়ে এলে ঠান্ডা অভেন থেকে বার করে গরম অথবা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ছানার কেক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Recipe Cake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE