Advertisement
০৫ মে ২০২৪
Recipe

Bengali Recipe: চিংড়িতে অ্যালার্জি? এই বর্ষায় বানিয়ে ফেলুন মুরগির মালাইকারি

মালাইকারি মানেই কি শুধু চিংড়ি? সেই দস্তুর ভেঙে পাতে পড়ুক মুরগির মালাইকারি।

মুরগির মালাইকারি।

মুরগির মালাইকারি। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২০:৩৭
Share: Save:

মালাইকারি বলতে প্রথমেই মনে আসে গলদা চিংড়ির কথা। চিংড়ি দিয়ে মালাইকারি ঘটি-বাঙাল নির্বিশেষে সকলেরই পছন্দের একটি খাবার। তবে মাঝেমাঝে তো স্বাদ বদলের দরকার পড়ে। চেনা পদের অচেনা বদল দেখতে চিংড়ি নয়, মালাইকারি বানান মুরগি দিয়ে। রইল প্রণালী।

উপকরণ

মুরগির মাংস: ১ কেজি

নারকেলের দুধ: দুই কাপ

মিষ্টি দই: দুই টেবিল চামচ

আদা বাটা: এক চা চামচ

রসুন বাটা: এক চা চামচ

কাঁচা লঙ্কা বাটা: এক চা চামচ

পেঁয়াজ বাটা: দুই টেবিল চামচ

কাজুবাদাম বাটা: এক টেবিল চামচ

দারচিনি: দুই টুকরো

এলাচ: চারটি

ডিম: একটি

ময়দা: এক টেবিল চামচ

ঘি: এক টেবিল চামচ

নুন: পরিমাণ মতো

তেল: প্রয়োজন মতো

বাদামকুচি: এক চা চামচ

মাংসর টুকরোগুলি ধুয়ে ভাল করে জল ঝরিয়ে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ময়দা এবং ডিম ফাটিয়ে একসঙ্গে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রাখুন।

এ বার কড়াইয়ে অল্প ঘি আর তেল গরম করে তাতে মাংসের টুকরোগুলি হালকা বাদামি করে ভেজে নিন।

ওই কড়াইয়ে পেস্তা, দারচিনি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে ঢাকা দিয়ে দিন। পাঁচ মিনিট পর উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির মালাইকারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Recipe Chicken
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE