দই দিয়ে অন্য় খাবারও বানানো যায়। ছবি: সংগৃহীত।
মাছ হোক কিংবা মাংস, ঝোল ঘন করতে অনেকেই রান্নায় দই ব্যবহার করেন। আবার ম্যারিনেশনের ক্ষেত্রেও দইয়ের ব্যবহার প্রচলিত। রান্নায় দই দিলে স্বাদে বদল আসে। সেই সঙ্গে মাখা মাখাও হয় রান্না। নিরামিষ তরকারিতেও অনেকে দই দেন। তবে ঘরোয়া বাঙালি রান্না ছাড়াও দই ব্যবহার করা যায় অন্য অনেক পদেও। তাতে খাবারের স্বাদও বাড়ে কয়েক গুণ।
ধোকলা
গুজরাতি এই পদ অনেকেই বিকেলের দিকে খেতে পছন্দ করি। সহজেই এগুলি বাড়িতে বানানো যায়। দু ভাগ বেসন আর এক ভাগ দই দিয়ে ধোকলার গোলা বানাতে হবে। তাতে ধোকলা তুলতুলে নরম হবে এবং স্পঞ্জের মতো হবে।
ইডলি-ধোসা
বাজার থেকে যদি ইডলি-ধোসা বানানোর তৈরি গোলা কিনে থাকেন, তা হলে সেটা দই দিয়ে মেশান। টক স্বাদের ইডলি বা ধোসা খেতে যেমন ভাল হবে, তেমনই ভাল করে ফুলবে।
গোলা রুটি
ডিম-ময়দা দিয়ে গোলা রুটি বানাবেন? বা বেসন দিয়ে গোলা রুটি? গোলার মধ্যে ডিম মেশালে রুটিগুলি ভাল ফুলবে এবং স্বাদও ভাল হবে। যে কোনও ধরনের প্যানকেকেও বেকিং সোডার বদলে দই দিতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy