Advertisement
E-Paper

মহাকাশে যেতে চান? আবেদন জমা দিন নাসায়

মহাকাশে যেতে চান? নামতে চান মঙ্গলে? বৃহস্পতি, শনির কান ঘেঁষে সাঁ সাঁ করে বেরিয়ে যেতে চান? দেরি না করে আবেদন করুন নাসায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ১৫:০৫

মহাকাশে যেতে চান?

নামতে চান মঙ্গলে? বৃহস্পতি, শনির কান ঘেঁষে সাঁ সাঁ করে বেরিয়ে যেতে চান?

দেরি না করে আবেদন করুন নাসায়। ডিসেম্বরের ১৪ তারিখ থেকে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আপনি দু’মাস সময় পাচ্ছেন নাসায় আবেদনপত্র পাঠানোর জন্য। আবেদনপত্র পাওয়া যাবে নাসার পোর্টালেই। যার ঠিকানা- ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট ইউএসএজবস ডট গভ’। আবেদনের ভিত্তিতে আগ্রহীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। চুক্তির ভিত্তিতে নাসা নতুন মহাকাশচারীদের নিয়োগ করবে ২০১৭ সালের গোড়ার দিক থেকেই।

প্রচুর মহাকাশচারী লাগবে নাসার। আর সেই মহাকাশচারীদের হয়তো খুব অল্প দিনের মধ্যেই নাসার ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে পাড়ি জমাতে হবে মহাকাশে। তাঁদের কোনও বাণিজ্যিক মহাকাশযানে চেপেও যেতে হতে পারে মহাকাশে।

মোদ্দা কথাটা হল, নাসার হাতে এখন রয়েছে মাত্র ৪৭ জন মহাকাশচারী। পনেরো বছর আগেও ছিল ১৪৯ জন। সংখ্যাটা কমতে কমতে যেহেতু এখন তা এক-তৃতীয়াংশে পৌঁছেছে, তাই চিন্তা বেড়ে গিয়েছে নাসার। কারণ, আর বছর দু’য়েকের মধ্যেই নাসাকে প্রচুর মহাকাশচারী পাঠাতে হবে মহাকাশে। তাঁদের পাঠাতে হবে মঙ্গলে। পাঠানো হতে পারে মঙ্গল আর বৃহস্পতির মাঝামাঝি জায়গায় থাকা নক্ষত্রপুঞ্জেও। নতুন মহাকাশচারীদের পাঠানো হতে পারে আরও দূর মহাকাশেও। এই সৌরমন্ডলের একেবারে শেষ প্রান্তে বা তা ছাড়িয়ে গিয়ে আমাদের ‘মিল্কি ওয়ে গ্যালাক্সি’র অন্য কোনও সৌরমন্ডলের কাছাকাছি বা, অন্য কোনও গ্যালাক্সিতে! এই নতুন শতাব্দীর তিরিশের দশকের মধ্যে মহাকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিভিন্ন গন্তব্যে প্রচুর মহাকাশচারী পাঠাতে হবে নাসাকে। যেতে হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) বা হাব্‌ল স্পেস স্টেশনেও। তার জন্য নাসা কাল সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে।

নাসার মহাকাশচারী হতে গেলে কী কী যোগ্যতা লাগবে আগ্রহীদের?

প্রথমত, তাঁদের মার্কিন নাগরিক হতে হবে।

দ্বিতীয়ত, তাঁদের ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা বা রসায়নশাস্ত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে।

তৃতীয়ত, আগ্রহীদের টানা তিন বছর মূল পাইলট হিসাবে জেট বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। থাকতে হবে পাইলট হিসাবে কম করে এক হাজার ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা।

এই সব কিছু থাকলে আগ্রহীদের মহাকাশচারী হওয়ার জন্য ইন্টারভিউয়ে ডাকা হবে। তার পর তাঁদের বসতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায়। দীর্ঘ দিন মহাকাশে কাটানোর জন্য জটিল শারীরিক পরীক্ষা নেবে নাসা।

১৯৫৯ সালের পর এখনও পর্যন্ত তিনশোরও বেশি দক্ষ মহাকাশচারী নিয়োগ করেছে নাসা।

space deep nasa flight astronauts
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy