জিরানিয়ায় হাতির তাণ্ডব
নিজস্ব সংবাদদাতা • আগরতলা
হাতির উত্পাতে জিরানিয়ার বেলবাড়ি এলাকার মানুষ আতঙ্কিত। প্রশাসনিক সূত্রে খবর, কয়েক দিন ধরে একটি হাতি বড়মুড়া পাহাড়ের তরাই অঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে। তছনছ করছে রবার বাগান, ফসল, গাছপালা। জিরানিয়া থানার পুলিশ জানায়, বনকর্মীরা হাতিটির উপর নজর রাখছেন। ত্রিপুরার আঠারোমুড়া পাহাড়, কিল্লা বনাঞ্চলে বুনো হাতি রয়েছে। কিন্তু কী ভাবে বড়মুড়া পাহাড় সংলগ্ন গ্রামে হাতির উপদ্রব শুরু হল, তা নিয়ে বন দফতর অন্ধকারে।
গণ্ডারের খড়্গ-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলচর
গণ্ডারের খড়্গ পাচারের অভিযোগে কাছাড় জেলার জয়পুরে একজনকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মীপুর মহকুমা পুলিশ অফিসার (এসডিপিও) অঞ্জন পণ্ডিত জানান, ধৃতের নাম বিলাল আহমদ লস্কর। জয়পুরের সত্রদয়াল এলাকায় বাড়ি। বিলাল খড়্গ বলে বিক্রি করতে চাইলে আদৌ এটি খড়্গ কিনা, সন্দেহে পুলিশ। এসডিপিও বলেন, তাই একে বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে।
উদ্ধার জখম হাঁস
একটি জখম পরিযায়ী হাঁসকে উদ্ধার করলেন রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। বুধবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকা থেকে উদ্ধার করা হাঁসটিকে সুদর্শনপুর এলাকায় সংগঠনের কার্যালয়ে রেখে চিকিত্সা চলছে। সংগঠনের জেলা সম্পাদক গৌতম তান্তিয়ার দাবি, কালো রঙের হাঁসটি ‘টাফটেড ডাক’ প্রজাতির। এরা সাধারণত ইউরোপ ও আফ্রিকা মহাদেশ-সহ নানা এলাকায় সারা বছর পালা করে উড়ে বেড়ায়। কুলিকেই রেখে ওই হাঁসটির এ বার চিকিৎসা করা হবে।