Advertisement
E-Paper

টুকরো খবর

বৃহস্পতিবার দিনভর ডুয়ার্সের বিন্নাগুড়ি চা বাগানে দাপিয়ে বেড়ালো আটটি শাবক-সহ ১৮টি হাতির একটি দল। সকালে বাগান শ্রমিকরা কাজে এসে দলটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই নিমেষে ভিড় জমে যায় এলাকায়। শাবকদের আগলাতে তৎপর হয়ে পড়ে হাতির দলটি। ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। দিন ভর ওই হাতিদের উপর নজরদারি চালান বিন্নাগুড়ি এলিফেন্ট স্কোয়াডের কর্মীরা। সন্ধ্যায় ভিড় সরতেই হাতির দলটি রেতির দিকে রওয়া দেয়।

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৫ ০৩:১৬

চা বাগানে দাপালো হাতির দল


ছবি: রাজকুমার মোদক।

বৃহস্পতিবার দিনভর ডুয়ার্সের বিন্নাগুড়ি চা বাগানে দাপিয়ে বেড়ালো আটটি শাবক-সহ ১৮টি হাতির একটি দল। সকালে বাগান শ্রমিকরা কাজে এসে দলটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই নিমেষে ভিড় জমে যায় এলাকায়। শাবকদের আগলাতে তৎপর হয়ে পড়ে হাতির দলটি। ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। দিন ভর ওই হাতিদের উপর নজরদারি চালান বিন্নাগুড়ি এলিফেন্ট স্কোয়াডের কর্মীরা। সন্ধ্যায় ভিড় সরতেই হাতির দলটি রেতির দিকে রওয়া দেয়। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মরাঘাট জঙ্গল থেকে ৩৭ টি হাতির একটি দল রেতির জঙ্গলের দিকে রওনা দিয়েছিল। ভোরের আলো ফুটতেই ১৯টি হাতি বাগান পেরিয়ে যেতে পারলেও ১৮টি হাতি বিন্নাগুড়ি বাগানে আটকে পড়ে। হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাগান লাগোয়া বিন্নাগুড়ি সেনা ছাউনির আবাসিকরাও আতঙ্কিত হয়ে পড়েন। সন্ধ্যায় হাতির পালটি এলাকা ছাড়লে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাসিন্দারা।

দাঁতালের তাণ্ডব

দাঁতাল হাতির তাণ্ডবের ঘটনা ঘটল রানিগঞ্জ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নুপূর এলাকায়। স্থানীয় বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির সদস্য মণিতা রায় জানান, বুধবার রাতে হাতির দল এলাকায় ঢুকে মোট ছ’টি বাড়ির দেওয়াল ভেঙে ফেলে। নষ্ট করে বেশ কয়েকটি ধানের মড়াই। এলাকাবাসীর সঙ্গে বন দফতর হাতি তাড়ানোর চেষ্টা করলেও এখনও হাতির দলকে দামোদর নদ পার করা যায় নি।

সর্পাঘাতে মৃত্যু

সাপের ছোবলে মৃত্যু হল ছাত্রের। কান্দির মাধুনিয়া গ্রামের ঘটনা। মৃতের নাম রকি মণ্ডল (২০)। রকি কান্দি রাজ কলেজের ছাত্র। বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপ তাকে ছোবল মারে। কিছু সময়ের মধ্যেই রকিকে স্থানীয় বাসিন্দারা কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করায়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy