Advertisement
E-Paper

টুকরো খবর

উত্তর-পূর্বে রয়্যাল বেঙ্গলের বংশ। বাঘের সংখ্যায় সবার আগে রয়েছে কাজিরাঙাই। ২০১০ সালের ব্যাঘ্রসুমারিতে কাজিরাঙা জাতীয় উদ্যানে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৪ সালের সুমারিতে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১৬৩। ভারতে বাঘেদের অবস্থা ও অবস্থান নিয়ে বনমন্ত্রক ও এনটিসিএ একটি স্টেটাস রিপোর্ট তৈরি করেছে।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০২:২৭

বাঘ বেড়েছে

উত্তর-পূর্বে রয়্যাল বেঙ্গলের বংশ। বাঘের সংখ্যায় সবার আগে রয়েছে কাজিরাঙাই। ২০১০ সালের ব্যাঘ্রসুমারিতে কাজিরাঙা জাতীয় উদ্যানে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৪ সালের সুমারিতে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১৬৩। ভারতে বাঘেদের অবস্থা ও অবস্থান নিয়ে বনমন্ত্রক ও এনটিসিএ একটি স্টেটাস রিপোর্ট তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, এ বারের গণনায় কাজিরাঙা জাতীয় উদ্যানের পাশাপাশি কার্বি আংলং, নামেরি ও অরুণাচলের পাক্কে ব্যাঘ্র প্রকল্পকেও কাজিরাঙা ল্যান্ডস্কেপের অন্তর্ভুক্ত করা হয়েছিল।

নিয়মিত সাফাই হয় না। খড়্গপুরের গোলবাজারে রাস্তার ধারে জমেছে আবর্জনার স্তূপ। ছড়াচ্ছে দূষণও। ছবি: রামপ্রসাদ সাউ।

বাসা বাঁধার তোড়জোড়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy