চন্দ্রকোনায় হাতির তাণ্ডবে ফসলের ক্ষতি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল
তখনও চলছে তাণ্ডব। চন্দ্রকোনায় তোলা নিজস্ব চিত্র।
দলমার দলছুট হাতির দাপটে ফসলের ক্ষতি হল চন্দ্রকোনায়। মঙ্গলবার ভোরে চন্দ্রকোনা রোডের আধারনয়ন জঙ্গল থেকে মানিককুণ্ডু গ্রামে ঢুকে পড়ে তিনটি হাতি। গ্রামবাসীর তাড়া খেয়ে ধান খেতে দাপিয়ে বেড়ায় হাতিগুলি। প্রায় ঘণ্টাখানেক মানিককুণ্ডু গ্রামে থাকার পর সংলগ্ন কানাকড়ি, রাসকা, মুইদা, জামদানি, বসনছড়া, ভৈরবপুর-সহ একাধিক গ্রামে হাতিগুলি তাণ্ডব চালায়। পরে বন দফতরের কর্মীরা হাতিগুলিকে তাড়িয়ে গড়়বেতার রসকুণ্ডুর জঙ্গলে ঢুকিয়ে দেয়। বন দফতরের ডিএফও (খড়্গপুর) অঞ্জন গুহ বলেন, “নয়াগ্রাম থেকে দলমার হাতিদের যে দলটি বাঁকুড়ার দিকে গিয়েছে, এই তিনটি হাতি সেই দলেই ছিল। পরে কোনও কারণে তারা দলছুট হয়ে যায়। তবে বহুদিন ধরেই হাতিগুলি জেলার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে।’’ তিনি আরও বলেন, ‘‘হাতির তাণ্ডবে চন্দ্রকোনার একাধিক গ্রামে ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির সঠিক হিসেব এখনও পাওয়া যায়নি। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণ পাবেন।’’ বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, মাঝে-মধ্যেই দলছুট হাতিরা চন্দ্রকোনার ওই গ্রামগুলিতে ঢুকে পড়ে। এ দিনও আচমকা হাতির হানায় হতভম্ব হয়ে পড়েন গ্রামবাসীরা। পটকা ফাটিয়ে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করেন তারা। যদিও হাতিগুলি ধান খেতে দাপিয়ে বেড়ায়। হাতির দাপটে ধান ও তিলের ক্ষতি হয়েছে। পরে খবর পেয়ে বন দফতরের লোকেরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরাই হাতিগুলিকে তাড়িয়ে গড়বেতার দিকে নিয়ে যান। কানাকড়ির বাসিন্দা রিন্টু দাস, মানিককুণ্ডুর বাসিন্দা অনুপ ঘোষ, ভৈরবপুরের স্বদেশ কোটালরা বলেন, “এ দিন আচমকাই হাতি গুলি গ্রামে ঢুকে পড়ে। হাতির দাপটে ধান, তিল ও সব্জি চাষের ক্ষতি হয়। যদিও কোনও বাড়ির বিশেষ ক্ষতি হয়নি।’’
হাতির দল গড়বেতামুখী
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর
দুর্ঘটনা এড়াতে বিষ্ণুপুর শহরের কাছাকাছি থাকা দলমার ৪২টি হাতির দলকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকে খেদানোর চেষ্টা চালাচ্ছে বিষ্ণুপুর-পাঞ্চেত বন বিভাগ। ওই বন বিভাগের ডিএফও অয়ন ঘোষ বলেন, “দলটি সোমবার বিকেল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার সীমানায় বাঁকাদহ রেঞ্জ লাগোয়া জঙ্গলে বিচরণ করছে। আমরা আশাবাদী, রাতেই দলটি গড়বেতার দিকে চলে যাবে।’’ অন্য দিকে, ময়ূরঝর্নার ১৬টি হাতিও বিষ্ণুপুর শহর লাগোয়া এলাকা ছেড়ে তালড্যাংরা থানার আমড্যাংরা জঙ্গলের দিকে এগিয়ে গিয়েছে বলে জানিয়েছেন ডিএফও। শনিবার রাতে দলমার দলের তাড়া খেয়ে এই দলের ৬টি হাতি বিষ্ণুপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর কলোনি ও তুঁতবাড়ি এলাকায় ঢুকে পড়েছিল। অয়নবাবু বলেন, “দু’টি দলই শহর থেকে কিছুটা দূরে সরে যাওয়ায় চিন্তা কমেছে। তবে বাঁকাদহ রেঞ্জের পিয়ারডোবা এলাকায় রেলপথ রয়েছে। দলমার দলটি কাছাকাছি অবস্থান করায় বনকর্মীদের সেদিকে বিশেষ নজরদারি বাড়াতে বলেছি।’’
তক্ষক গেল আলিপুরে
নিজস্ব সংবাদদাতা • তমলুক
নন্দীগ্রাম থেকে উদ্ধার হওয়া তক্ষকটিকে নিয়ে যাওয়া হল আলিপুর চিড়িয়াখানায়। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলা বন দফতরের বাজকুল রেঞ্জের কর্মী-আধিকারিক ও পুলিশ যৌথভাবে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকার গাংড়া এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করেন তক্ষকটিকে।
খাবারের খোঁজে। ডোমকলে।