Advertisement
E-Paper

টুকরো খবর

নবদ্বীপের চৈতন্য সারস্বত মঠে বৃহস্পতিবার একটি পূর্ণ বয়স্ক হরিণের মৃত্যু হয়। মন্দির কর্তৃপক্ষের তরফেই খবর দেওয়া হয় বন দফতরে। শুক্রবার দুপুরে নবদ্বীপের কোলেরডাঙার ওই মন্দিরে নদিয়ার বন দফতরের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ময়না তদন্ত করা হয়।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ০২:১৪

হরিণের মৃত্যু, ময়নাতদন্ত

নবদ্বীপের চৈতন্য সারস্বত মঠে বৃহস্পতিবার একটি পূর্ণ বয়স্ক হরিণের মৃত্যু হয়। মন্দির কর্তৃপক্ষের তরফেই খবর দেওয়া হয় বন দফতরে। শুক্রবার দুপুরে নবদ্বীপের কোলেরডাঙার ওই মন্দিরে নদিয়ার বন দফতরের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ময়না তদন্ত করা হয়। তদন্তকারী চিকিৎসকদের অন্যতম দিলীপ হালদার বলেন, “মৃত্যুর কারণ খতিয়ে দেখতেই এই ময়না তদন্ত। মৃত হরিণটির দেহের বিভিন্ন অংশ পরীক্ষাগারে পাঠান হয়েছে। রিপোর্ট এলে আসল কারণ জানা যাবে।” নদিয়ার এডিএফও এম কে রায় বলেন, “নদিয়ায় পরিকাঠামো না থাকায় কলকাতা-সহ অন্যত্র পরীক্ষাগারে পাঠানো হবে হরিণটির দেহ-রস।” এই মুহূর্তে ওই মন্দিরে আরও ২০টি হরিণ রয়েছে। সেগুলির শরীর স্বাস্থ্য সম্পর্কেও বন দফতর খোঁজ খবর নিচ্ছে।

শালবনিতে কুয়োয় হাতি, বিপত্তি

চলার পথে দলছুট হয়ে একটি বাচ্চা হাতি কুয়োর মধ্যে পড়ে যাওয়ার ঘটনা ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় শালবনি থানার কলাইমুড়ি এলাকায়। ঘন্টা দুয়েকের চেষ্টায় বন দফতরের কর্মীরা হাতিটিকে কুয়োর মধ্যে থেকে উদ্ধার করেন। এ বার দলমা থেকে দু’দফায় ৬৬টি হাতি পশ্চিম মেদিনীপুরে এসেছে। হাতিগুলো কলাইমুড়ি, কাঁটাপাহাড়ি ও তার আশপাশ এলাকায় রয়েছে। ইতিমধ্যে কিছু ফসলেরও ক্ষতি করেছে তারা। এদিন ওই বাচ্চা হাতিটিকে কুয়োর মধ্যে থেকে উদ্ধার করতে গিয়ে কিছু সমস্যা হয়। পরে অবশ্য তাকে উদ্ধার করা সম্ভব হয়। কুয়োর মধ্যে থেকে বেরিয়ে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। বন দফতর জানিয়েছে, হাতির দলের গতিবিধির উপর নজর রাখা হয়েছে।

সর্পদ্রষ্টের মৃত্যু

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার শ্রীনগর গ্রামে বৃহস্পতিবার রাতে সাপের ছোবলে এক বধূর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মমতা কপাট (২১)। বিছানায় ঘুমন্ত অবস্থায় তাঁকে সাপে দংশন করে। পরিবারের লোকজন তাঁকে ভোরে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়না-তদন্তে পাঠিয়েছে।

বাগানে হাতির হানা

নাগরাকাটায় দাঁতালের হামলায় নষ্ট হল নয়টি বাড়ি। বৃহস্পতিবার রাতে দাঁতালটি চাপড়ামারির জঙ্গল থেকে বেরিয়ে ডায়নার জঙ্গলে যাওয়ার সময় নাগরাকাটা বাজার লাগোয়া ভগতপুর বাগানের চাদর লাইনে বাড়িগুলি গুড়িয়ে দেয়। নাগরাকাটার খাসবস্তি এলাকায় সাত একরের ধান খেত তছনছ করে দু’টি হাতি।

মালবাজারে সর্পদষ্টের মৃত্যু

সাপের ছোবলে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের মালবাজার থানার ওদলাবাড়িতে ঘটনাটি ঘটে। মৃতের নাম বর্ণালী বসু (৩৮)। তিনি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। ওদলাবাড়ির সুভাষপল্লির বাসিন্দা বর্ণালীর পায়ে রান্নাঘরে সাপ ছোবল মারে। মালবাজার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ডামডিমে চিতাবাঘ

চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের ডামডিম লাগোয়া গুডহোপ চা বাগানে ঘটনাটি ঘটেছে। এটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। শুক্রবার ভোরে উদ্ধার করে এদিনই সেটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়েও দেওয়া হয়েছে। গত তিন মাসে তিনটি চিতাবাঘ ধরা পড়ল গুডহোপ চা বাগানে।

উড়ে যাচ্ছে। দুবরাজপুরে

বৃহস্পতিবার একটি ঈগল শাবককে উদ্ধার করে বন দফতরের হাতে

তুলে দিলেন বনগাঁর কালুপুরের বাসিন্দারা। ছবি: নির্মাল্য প্রামাণিক।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy