হাতির হামলা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার
হাতির হামলায় বনকর্মীর আবাসন-সহ চারটি ঘর ভাঙল রাজাভাতখাওয়া এলাকায়। রবিবার রাত বারোটা নাগাদ একটি দাঁতাল হাতি এলাকায় খাবারের খোঁজে তাণ্ডব চালায়। পরে গ্রামবাসী ও বনকর্মীরা হাতি তাড়িয়ে জঙ্গলে ঢোকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাত খাওয়ার রেঞ্জ অফিসার মধুর মিলন ঘোষ জানান, হাতিটি রেঞ্জ অফিস কম্পাউন্ডে বিট অফিসার আবাসনের ক্ষতি করে ও নয়াবস্তি এলাকায় দুটি বাড়ির রান্নাঘর-সহ তিনটি ঘর ভাঙে। বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন।
সর্পদষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। রবিবার রাতে খানাকুলের সিমচক গ্রামের বাসিন্দা মির্জা গোলাম সৈয়দ (৬৮) নামে ওই প্রৌঢ় নিজের বিছানায় ঘুমোচ্ছিলেন। সেই সময়ে একটি সাপ তাঁকে ছোবল মারে বলে পুলিশ জানায়। তাঁকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে স্থানান্তরিত করানো হচ্ছিল আরামবাগ হাসপাতালে। পথেই তিনি মারা যান। দেহটি ময়না-তদন্তে পাঠায় পুলিশ।
শিলিগুড়িতে মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের
ঘরের সামনে দু’দিন ধরে পড়ে মৃত কুকুর। —নিজস্ব চিত্র।