শব্দদূষণ ঠেকাতে পথে নেমে প্রচার করলেন গৌতম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
শহরে শব্দ দূষণ ঠেকাতে ‘নো হর্ন’ সপ্তাহ পালনে পথে নেমে সচেতনতা প্রচার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সামনে প্রচার শিবির করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিজে হাতে করে লিফলেট নিয়ে শব্দ দূষণের বিরুদ্ধে প্রচার করতে যাতায়াতকারী গাড়িগুলিতে তা বিলি করেন। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে এই প্রচারসূচি। ২৫ থেকে ৩১ অগস্ট পর্যন্ত নো হর্ন সপ্তাহ পালনে পর্ষদের পক্ষ থেকে শহরের তিন জায়গায় প্রচার শিবির করা হয়েছে। শিলিগুড়ি হাসপাতালের সামনে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথের সামনে আরও দুটি শিবির হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “শব্দ দূষণ কমাতে রাজ্য সরকারে পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে এই ক’দিন লাগাতার প্রচার চলবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তা গৌতম পাল। তিনি জানান, শিলিগুড়ি ছাড়া ওদলাবাড়ি, মালবাজার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শিবির হচ্ছে। শিলিগুড়িতে প্রচারে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংস্থা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)। মূলত এয়ার হর্নের বিরুদ্ধেই প্রচার চালানো হয়।
প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
চুপিসাড়ে প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে মহাবীরস্থানে অভিযান চালিয়ে ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করলেন শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। সোমবার তিন জন প্লাস্টিকের ক্যারিব্যাগের হোলসেলারের কাছ থেকে প্রায় ৮ কুইন্টাল ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। ৫০০ টাকা করে সকলকে জরিমানা দিতে হয়েছে।
সাহসী প্রৌঢ়া
সংবাদ সংস্থা • দেহরাদূন
খেতে কাজ করছিলেন কমলা নেগি। হঠাৎই ঝোপ থেকে বেরিয়ে তাঁর উপর লাফিয়ে পড়ে একটি চিতাবাঘ। ভয় না পেয়ে হাতের কুঠার দিয়েই চিতাটিকে মেরে ফেলেন বছর ষাটেকের প্রৌঢ়া। রবিবার দেহরাদূনের জাখোলি এলাকার ঘটনা।
গুয়াহাটিতে ট্যারান্টুলা
ছবি: রাজীবাক্ষ রক্ষিত।
গুয়াহাটিতে দেখা মিলল বিষাক্ত ট্যারান্টুলার। আজ সকালে গাঁধীমণ্ডপ এলাকার জঙ্গলে ছোট কাঁকড়ার আকারের রোমশ মাকড়সাটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞরা জানান, সেটি ট্যারান্টুলাই। এর আগে, রাজ্যের আমসাং অভয়ারণ্যে ওই মাকড়সার দেখা মিলেছিল।