হাতির হানায় ফসল নষ্ট
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা
খেতের ধান পাকতে শুরু করার পর থেকেই জঙ্গল লাগোয়া লোকালয়ে হানা দিচ্ছে বুনো হাতির দল। সোমবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল হানা দেয় ছোট চৌকিরবস গ্রামে। প্রায় দেড় বিঘা জমির ধান ও বাঁধাকপির খেত তারা তছনছ করে বলে অভিযোগ। গ্রামবাসীদের তাড়া খেয়ে ছিপড়া গ্রামে ঢুকে পড়ে হাতির দলটি। সেখানেও হাতির দলটি চার কৃষকের দু’বিঘা জমির ফসল নষ্ট করে বলে অভিযোগ। বনকর্মী ও গ্রামবাসীরা মশাল জ্বেলে পটকা ফাটাতে শুরু করলে হাতির দলটি উত্তর নারারথলি গ্রামে ঢুকে ফের এক বিঘা জমির ধান তছনছ করে দেয়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় বনকর্মী ও গ্রামবাসীরা বুনো হাতির দলটিকে নারারথলি জঙ্গলে ফেরত পাঠায়। উত্তর নারারথলি গ্রামের বাসিন্দা ভগবান বিশ্বাস বলেন, “ গত এক সপ্তাহ ধরে প্রতি রাতে বুনো হাতির দল গ্রামে ঢুকে হামলা চালাচ্ছে। রাত জেগে হাতি তাড়াতে হচ্ছে। গত দশ দিনে অন্তত দশ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।” বন দফতর হাতির হাত থেকে ফসল বাঁচাতে পদক্ষেপ করছেনা বলে বাসিন্দাদের অভিযোগ। দক্ষিণ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার জয়ন্ত মণ্ডল বলেন, “ছিপড়া জঙ্গলে থেকে একটি হাতির দল ওই গ্রামে হামলা চালিয়েছে। বন দফতরের তরফে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”
সাপ পাচারের অভিযোগে গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
দু’টি রেড স্যান্ড বোয়া সাপ উদ্ধার করল বৈকুন্ঠপুরের বন কর্মীরা। দুষ্প্রাপ্য এই সাপ পাচার করার অভিযোগে ৩ জনকেও গ্রেফতার করেছে বনকর্মীরা। মঙ্গলবার রাতে ফুলবাড়ি এলাকা থেকে দুটি স্যান্ড বোয়া সাপ সহ তিন জনকে গ্রেফতার করেছে বনকর্মীরা। বন দফতর সূত্রে জানানো হয়েছে, রাজস্থানের মরুভূমিতে এই সাপটিকে পাওয়া যায়। সাপের শরীরের তেল থেকে নানা ধরণের দামি ওষুধ তৈরি হয় বলে জানা গিয়েছে। এ দিন দুপুরে বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বাগডোগরা এলাকায় গিয়ে সাপ দু’টি কেনার জন্য আলোতনা শুরু করেন বলে জানা গিয়েছে। আলোতনার পরে ১০ লক্ষ টাকায় রফা হয়। তারপরে পাচারকারীদের ফুলবাড়ি এলাকায় জাতীয় সড়কের ধারে সাপ দু’টিকে নিয়ে আসতে বলা হয় বলে জানানো হয়েছে। সেই মতো অভিযুক্তরা সাপ দু’টিকে নিয়ে এলে বনকর্মীরা তাদের ধরে ফেলে, দুটি সাপকেও উদ্ধার করা হয়। রেঞ্জ অফিসার সঞ্জয়বাবু বলেন, “রাজস্থান থেকেই সাপ দুটিকে আনা হয়েছিল। সেগুলিকে নেপালে পাচার করার পরিকল্পনা করা হয়েছিল। এ দিন দুটিকে নেপালে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। খবর পেয়ে আমরা ক্রেতা সেজে পাচরকারীদের সঙ্গে আলোচনা শুরু করি।” সঞ্জয়বাবু জানিয়েছেন, জেরায় ধৃতরা জানিয়েছে সাপ দু’টিকে নিয়মিত পনির এবং মুরগির মাংস খেতে দেওয়া হতো। আজ, বুধবার সাপ সহ ধৃত তিন জনকে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করানো হবে।
বাইসনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি
গভীর জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাইসনের দেহ উদ্ধার করেছেন বনকর্মীরা। মঙ্গলবার সকালে ডুয়ার্সের নাথুয়া রেঞ্জের বামনডাঙা জঙ্গল থেকে বাইসনটির দেহ মেলে। তবে সেটির শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। চিকিত্সকদের অনুমান, বয়সজনিত কারণেই মারা গিয়েছে বাইসনটি।
সর্পদ্রষ্ট হয়ে মৃত্যু
সর্পদ্রষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মালতি মুর্মূ (৫০)। তাঁর বাড়ি মেমারি থানার ঘোষ গ্রামে। গত শুক্রবার বিকেলে ধান খেতে কাজ করার সময় পেশায় খেতমজুর ওই মহিলা সর্পদ্রষ্ট হয়েছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
ধৃত শিকারি
গন্ডার শিকার করতে গিয়ে বনরক্ষীদের হাতে ধরা পড়ল দুই চোরাশিকারি। পবিতরা অভয়ারণ্যের ঘটনা। রেঞ্জার অশোক দাস জানান, গত রাতে জঙ্গল লাগোয়া এলাকা থেকে বনরক্ষীরা ড্যানিয়েল ও স্যামুয়েল নামে দুই নাগা শিকারিকে ধরেন।