নিহত শিকারি
কাজিরাঙায় বনরক্ষীদের গুলিতে দু’জন চোরাশিকারির মৃত্যু হল। বুড়াপাহাড় রেঞ্জে কুকুরাকাটা বন শিবিরের কাছে ঘটনাটি ঘটে। বন বিভাগ জানিয়েছে, গত রাতে জঙ্গলে কয়েক জন শিকারিকে দেখতে পেয়ে বনরক্ষীরা গুলি চালান।
তক্ষক পাচার, নালিশ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
কালিয়াগঞ্জে উদ্ধার তক্ষক। নিজস্ব চিত্র।
বেআইনি ভাবে তক্ষক আটক ও পাচারের চেষ্টার অভিযোগে মঙ্গলবার রায়গঞ্জের বিভাগীয় বন দফতরের তরফে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার স্কুলপাড়া এলাকার বাসিন্দা শৌভিক ঘোষ নামে এক যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২ অনুযায়ী রায়গঞ্জ জেলা আদালতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে অভিযুক্তকে গ্রেফতার করা হবে। ধৃতের হেফাজত থেকে একটি তক্ষক উদ্ধার হয়েছে। সেটি সাধারণত পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে। আদালতের অনুমতি নিয়ে সেটিকে ডুয়ার্সের কোনও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। যদিও অভিযুক্ত যুবক তক্ষক আটক ও পাচারের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কিছুদিন আগে মেঘালয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি ওই তক্ষকটিকে পোষার জন্য বাড়িতে নিয়ে এসেছিলেন। তক্ষক আটক করে পোষা যে বেআইনি, তা তিনি জানতেন না। তিনি বলেন, “বন দফতরের কর্তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে মিথ্যা মামলায় জড়াবেন না।”
শিকারের খোঁজে।
রংবাহারী। গোঘাটে।