হাতির হামলায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা
হাতির আক্রমণে মৃত্যু হল এক দিন মজুরের। মঙ্গলবার রাতে বীরপাড়া থানার শিশুঝুমড়া গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের ঘটনা। মৃতের নাম কেশর ওঁরাও। বীরপাড়া থেকে রাতে বাড়ি ফেরার পথে আচমকা একটি দলছুট হাতি তাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দূষণ রোধের দাবি বড়জোড়ায়
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া
দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করা-সহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার বড়জোড়া ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। এ দিন সকালে বড়জোড়া কলেজ মোড় থেকে মিছিল করে ব্লক অফিসে যান বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি-র বড়জোড়া ব্লক সভাপতি সুভাষ মণ্ডল, দলের জেলা মুখপাত্র অজয় ঘটক। অজয়বাবু অভিযোগ করেন, “বড়জোড়া শিল্পাঞ্চলে স্পঞ্জ আয়রন কারখানাগুলি দূষণ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করছে না। লাগাতার দূষণের ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিপিএল তালিকাতেও এখানে দুর্নীতি হয়েছে। প্রকৃত গরিব মানুষদের অনেকেই বিপিএল তালিকায় স্থান পাননি।” বড়জোড়া ব্লকের মালিয়াড়ার বাসিন্দা তথা বিজেপি কর্মী মধুসূদন মিশ্রের ক্ষোভ, “কারখানার দূষণে এলাকার কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে। মাটির তলার জলস্তরও কমে যাচ্ছে। এই সব রুখতে এখনই প্রশাসন নড়েচড়ে না বসলে এলাকার চরম ক্ষতি হয়ে যাবে।” বিজেপি-র দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
খাবারের সন্ধানে।
বিশ্রাম। ব্যারাকপুরে নিজস্ব চিত্র।