তক্ষক-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
পাচারের পথে পাঁচটি তক্ষক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার কোচবিহার কোতোয়ালি থানার চকচকা চেকপোস্ট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধৃতের নাম রামপ্রসাদ পাত্র। তার বাড়ি পূর্ব মেদিনীপুরে। গুয়াহাটি থেকে কোচবিহারগামী বাসে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। চকচকায় পুলিশ বাসে তল্লাশি চালালে তক্ষকগুলি উদ্ধার করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
গন্ডারের মৃত্যু
পর্যটন মরশুমের শুরুতেই শিকারিদের গুলিতে গন্ডারের মৃত্যু হল পবিতরা অভয়ারণ্যে। শনিবার পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে। গন্ডারটির আনুমানিক বয়স ২০। চলতি বছরে পবিতরায় দু’টি গন্ডার শিকারিদের গুলিতে মারা গেল।
বাঘে নিয়ে গেল মৎস্যজীবীকে
সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে পড়লেন মৎস্যজীবী। শুক্রবার দুপুরে গোসাবার খোলাখালি নদী থেকে সুভাষ সরকার নামে ওই মৎস্যজীবীকে বাঘে টেনে নিয়ে যায়। বাড়ি গোসাবার রজতজুবিলি এলাকায়। রাত পর্যন্ত বছর পঁয়ত্রিশের সুভাষের খোঁজ মেলেনি। বন দফতর এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতি বার সকালে সুভাষবাবু, তাঁর ভাই প্রভাস সরকার এবং তাঁদের এক প্রতিবেশী মাছ ধরতে গিয়েছিলেন ওই নদীতে। শুক্রবার দুপুরে ওই নদীতে জাল ফেলার সময় খোলাখালি জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে সুভাষবাবুকে আক্রমণ করে এবং মুখে করে তুলে নিয়ে যায়। তাঁর সঙ্গীরা ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
ধরা পড়ল হনুমান
খাঁচায় ধরা না দেওয়ায় অবশেষে ঘুমপাড়ানি গুলি করেই সংগ্রামপুরের বাঁদরটিকে ধরল বনদফতর। প্রায় দেড় মাস ধরে একটি পোষা বাঁদর বাড়ি থেকে বেরিয়ে সংগ্রামপুর গ্রামে উত্পাত শুরু করে। প্রায় ১০ জন মহিলা তার কামড়ে জখম হয়েছে। অবশেষে শুক্রবার সংগ্রামপুরে ঘুমপাড়ানি গুলি করে তাকে ধরতে সক্ষম হয় বনকর্মীরা।