প্লাস্টিকে জরিমানা শুরু ইসলামপুরে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
প্লাস্টিক ক্যারিবাগ নিয়ে জরিমানা চালু করতে চলেছে প্রশাসন। আজ, সোমবার থেকে ইসলামপুর শহরেও ওই জরিমানা কার্যকরী করা হবে। ক্যারিবাগ বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ইসলামপুরের মহকুমাশাসক ভিভু গোয়েল জানান, দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের পাশাপাশি বাসিন্দাদের সচেতন করা হয়েছিল। মাইকিং করা হয়েছে। এবার জরিমানা চালু করা হচ্ছে। বিক্রেতাদের ক্ষেত্রে ৫০০ টাকা এবং সাধারণ বাসিন্দাদের ক্ষেত্রে ৫০ টাকা জরিমানার অঙ্ক ধার্য করা হয়েছে।
প্রাণিসপ্তাহ পালন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
প্রাণিসপ্তাহ পালিত হল সবংয়ে। রবিবার সবংয়ে এই অনুষ্ঠানে ‘গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণিসম্পদের ভূমিকা’ শীর্ষক একটি আলোচনাসভা হয়। ছিলেন বিধায়ক মানস ভুঁইয়া।
নিখোঁজ ৬ তক্ষক
চিড়িয়াখানার খাঁচা কেটে তক্ষক চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। এমনই কাণ্ড ঘটেছে গুয়াহাটিতে। পুলিশ মনে করছে, চিন-মায়ানমারের চোরাবাজারে বিক্রির জন্য তক্ষকগুলি সরানো হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন অসমের মুখ্য বনপাল। আজ দুপুর ১টা নাগাদ কয়েক জন দেখতে পান, তক্ষকের খাঁচার তারের জাল কাটা। তখন খোঁজ শুরু হয়। পুলিশ সূত্রের খবর, চিন-মায়ানমারের চোরাবাজারে একটি তক্ষকের দাম প্রায় ১০ লক্ষ টাকা। গন্ডারের পাশাপাশি ওই প্রাণীর শিকার বেড়েছে। এ দিন মাজুলির কাছে গুলিতে একটি গন্ডার আহত হয়। দুষ্কৃতীরা খড়্গ কাটতে পারেনি।