বাঘের হামলায় মৃত্যু
বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। গত সপ্তাহে কুলতলির দেউলবাড়ির বাসিন্দা নরিপদ নাইয়া (৪৪) নামে ওই ব্যক্তি চার সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে বনিফেলি জঙ্গলে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে বাঘের থাবায় জখম হন নরিপদ। তাঁকে কুলতলি জামতলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা পুলিশ।
কচ্ছপ উদ্ধার, ধৃত
কচ্ছপ-সহ ধরা পড়লেন এক যুবক। বুধবার, গ্যালিফ স্ট্রিট থেকে। ধৃতকে পরে পুলিশের হাতে তুলে দেন বন দফতরের কর্তারা। বন্যপ্রাণ শাখার পক্ষে বিশ্বনাথ সেনগুপ্ত জানান, স্টার টার্টল প্রজাতির ওই ১০টি কচ্ছপ রাখা হয়েছে বিধাননগরের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে।
ট্যারা চোখে তাকায়...। ময়দানে। ছবি: বিশ্বনাথ বণিক।