Advertisement
E-Paper

ইসরোর রকেটে মহাকাশে গেল দু’টি ব্রিটিশ উপগ্রহ

ব্রিটেনের দু’টি উপগ্রহকে মহাকাশে পাঠানোর জন্য ইসরোর বাণিজ্যিক শাখা ‘অ্যানট্রিক্স কর্পোরেশন লিমিটেড’-এর সঙ্গে চুক্তি হয় ‘সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড’-এর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:০০
ইসরোর ওয়েবসাইট থেকে পাওয়া ছবি।

ইসরোর ওয়েবসাইট থেকে পাওয়া ছবি।

টানা পাঁচ মাস উৎক্ষেপণ বন্ধ থাকার পর ফের মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’। দু’টিই ব্রিটেনের উপগ্রহ। আর দু’টিই ইসরোর বাণিজ্যিক উৎক্ষেপণ।

ইসরো জানিয়েছে, রবিবার রাত ১০টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সিরিজের ‘সি৪২’ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়েছে ব্রিটেনের দু’টি উপগ্রহ- ‘এসওয়ান-ফোর’ এবং ‘নোভাসার’কে। দু’টি উপগ্রহের মোট ওজন ৮০০ কিলোগ্রাম।ব্রিটেনের দু’টি উপগ্রহকে মহাকাশে পাঠানোর জন্য ইসরোর বাণিজ্যিক শাখা ‘অ্যানট্রিক্স কর্পোরেশন লিমিটেড’-এর সঙ্গে চুক্তি হয় ‘সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড’-এর।ওই উৎক্ষেপণের আগে শনিবার দুপুর ১টা থেকে ৩৩ ঘণ্টার কাউন্টডাউন শুরু করে ইসরো।

ইসরো জানিয়েছে, এটাই পিএলএলভি সিরিজের সবচেয়ে হাল্কা রকেট। ১১ বছর আগে, ২০০৭ সালে শেষ বার এই রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে উপগ্রহ পাঠিয়েছিল ইসরো। তার পর মানোন্নয়নের প্রয়োজনে ওই রকেটের পিঠে চাপিয়ে এত দিন আর কোনও উপগ্রহ মহাকাশে পাঠায়নি ইসরো।

আরও পড়ুন- আমজনতার জন্য দরজা খুলে দিচ্ছে ইসরো, এ বার ঘুরতেও যাওয়া যাবে

আরও পড়ুন- গুপ্তচর স্যাটেলাইটের জনক তপন মিশ্রকে সরিয়ে দিল ইসরো

গত ২৫ বছরে ওই পিএসএলভি সিরিজের বিভিন্ন ধরনের রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়েছে ভারতের ৫২টি এবং ২৩৭টি বিদেশি উপগ্রহকে। ‘চন্দ্রযান-১’ ও ‘মঙ্গলযান’-এর মতো দু’টি গুরুত্বপূর্ণ উপগ্রহও মহাকাশে পাঠানো হয়েছে পিএসএলভি রকেটের পিঠে চাপিয়েই। বিশ্বে এক সঙ্গে সর্বাধিক উপগ্রহ পাঠানোর ব্যাপারেও রেকর্ড গড়েছে পিএসএলভি। গত বছর পিএসএলভি রকেটের পিঠে চাপিয়েই এক সঙ্গে ১০৪টি উপগ্রহকে মহাকাশে পাঠায় ইসরো।

ISRO PSLV-C42 Space ইসরো পিএসএলভি-সি-৪২
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy