Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

কলকাতা বিমানবন্দর থেকে ১৩০ কেজি রক্তচন্দন কাঠ উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা। তিন জনকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ধৃতদের নাম, এফ কে বাজাহাত নওয়াজ, রফিক মহম্মদ ও ইমতিয়া মহম্মদ। দু’টি ব্যাগ নিয়ে এরা বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানে হংকং যাচ্ছিল। শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে ওই তিন জনের কাছ থেকে রক্তচন্দন কাঠ মেলে, যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা। কাঠগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৪ ০২:৪৮
Share: Save:

বিমানবন্দর থেকে উদ্ধার ১৩০ কেজি রক্তচন্দন কাঠ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

কলকাতা বিমানবন্দর থেকে ১৩০ কেজি রক্তচন্দন কাঠ উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা। তিন জনকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ধৃতদের নাম, এফ কে বাজাহাত নওয়াজ, রফিক মহম্মদ ও ইমতিয়া মহম্মদ। দু’টি ব্যাগ নিয়ে এরা বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানে হংকং যাচ্ছিল। শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে ওই তিন জনের কাছ থেকে রক্তচন্দন কাঠ মেলে, যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা। কাঠগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

হাতির হানা, মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

শুক্রবার রাতে ডুয়ার্সের দক্ষিণ সাতালি গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে ঘটনা জানাজানি হতেই এলাকার বাসিন্দারা বনকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। এলাকায় নজরদারির দাবি তোলেন তাঁরা। মৃত বিমল বসুমাতা (৩৮) শুক্রবার রাত ন’টা নাগাদ সাইকেল করে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় একটা দাঁতাল হাতি তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

গাছের চারা বিলি

অরণ্য সপ্তাহ উপলক্ষে পথচলতি বাসিন্দাদের মধ্যে গাছের চারা বিলি করল বনকর্মীদের সংগঠন সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোচবিহার শহরের সাগরদিঘি চত্বরে সংগঠনের সদস্যেরা ওই চারাগাছ বিলি করেন। হাজার দু’য়েক চারা বিলি হয় বলে তাঁদের দাবি।

বাঘের পেটে

সঙ্গীদের সঙ্গে শুক্রবার সকালে পিরখালি নদীতে মাছ ধরতে যান কুলতলির কৈখালি গ্রামের বাসিন্দা বছর চব্বিশের সুশান্ত মণ্ডল। শনিবার সকালে সঙ্গীদের সামনেই বাঘে টেনে নিয়ে গেল তাঁকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নদীতে জাল পাতার সময়ে পিরখালির সাতজঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে তাঁকে তুলে নিয়ে যায়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সৌমিত্র দাশগুপ্ত বলেন, “ওঁরা সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছিলেন। বিশদে খোঁজ নিচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE