যাঁড়ের তাণ্ডব থেকে রক্ষা পেতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। গত কয়েক মাস ধরেই দাসপুর-২ ব্লকের সাতপোতা, পলাশপাই, জোতঘনশ্যাম-সহ সংলগ্ন গ্রামে একটি ষাঁড় তাণ্ডব চালাচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। বৃহস্পতিবার সকালে সাতপোতা গ্রামে ষাঁড়ের গুঁতোয় যুমনা মাইতি নামে এক বৃদ্ধা জখম হন। তিনি ঘাটালের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এ দিন দুপুরে গৌরা-জোতঘনশ্যাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক মাস আগে একটি বিশালাকায় ষাঁড় গ্রামে ঢোকে। প্রথমে ষাঁড়টি শান্ত ভাবে বিভিন্ন এলাকায় ঘুরত। বিগত কয়েকদিন ধরে আচমকাই ষাঁড়টি তাণ্ডব শুরু করে। যাঁড়ের দাপটে এখনও পর্যন্ত প্রায় দশ জন জখম হয়েছেন বলেও অভিযোগ। ব্লক প্রশাসনকে ষাঁড় তাড়ানোর ব্যাপারে জানিয়েও কোনও কাজ হয়নি। ব্লকের বিডিও অরুপ মন্ডল বলেন,“ দমকলকে খবর দেওয়া হয়েছে।দ্রুত ষাঁড়টিকে অনত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে।”