Advertisement
১৯ এপ্রিল ২০২৪
IPL 2020

মুকুটে নতুন পালক, আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ধোনির

এখনও পর্যন্ত আইপিএলে এমএসডি খেলেছেন ১৯৪টি ম্যাচ। সুরেশ রায়না এক ম্যাচ কম খেলেছেন ধোনির থেকে।

মহেন্দ্র সিংহ ধোনি কি এই মুহূর্তকে স্মরণীয় করে রাখবেন? ছবি টুইটার থেকে নেওয়া।

মহেন্দ্র সিংহ ধোনি কি এই মুহূর্তকে স্মরণীয় করে রাখবেন? ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ১৪:৪৩
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির মুকুটে জুড়তে চলেছে আরও এক পালক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।

এখনও পর্যন্ত আইপিএলে এমএসডি খেলেছেন ১৯৪টি ম্যাচ। সুরেশ রায়না এক ম্যাচ কম খেলেছেন ধোনির থেকে। এ বারের আইপিএলে রায়না নেই। চেন্নাই সুপার কিংস যদি প্লে-অফের টিকিট পায়, তবে এই মরসুমে ধোনিকে কেউ টপকে যেতে পারবেন না।

এখন ধোনির ঠিক পিছনেই রয়েছেন রোহিত শর্মা। আইপিএলে তিনি খেলেছেন ১৯২ ম্যাচ। যদি এ বারের আইপিএলে ধোনির দল প্লে-অফে উঠতে না পারে এবং রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে ওঠে, তা হলে রোহিতের সামনে সুযোগ আসতে পারে ধোনিকে টপকে যাওয়ার।

আরও পড়ুন: সফল মাভিদের মুখে নাইটদের সমর্থনের কথা

আরও পড়ুন: পোলার্ড-পান্ড্যর সামনে কৃষ্ণাপ্পা গৌতমের হাতে বল! সচিনের তোপের মুখে লোকেশ রাহুল​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE