Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sharjah

আক্রমের ব্যাটে সেই ছয় মারেন মিয়াঁদাদ

প্রাক্তন পাক অধিনায়ক আক্রম শনিবার টুইটারে এই তথ্য তুলে ধরেন। পাক বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ ছিলেন এই বাঁ-হাতি পেসার।

মিয়াঁদাদ। ফাইল চিত্র।

মিয়াঁদাদ। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৩:৫৯
Share: Save:

শারজায় অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে শেষ বলে চার রান প্রয়োজন ছিল পাকিস্তানের জিততে। চেতন শর্মাকে শেষ বলে ছয় মেরে জিতিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। এক উইকেটে জিতেছিল পাকিস্তান।

১৯৮৬ সালের ১৮ এপ্রিলেই ছিল সেই ম্যাচ। ঐতিহাসিক ম্যাচের ৩৪তম বার্ষিকীতে উঠে এল এক নতুন তথ্য। মিয়াঁদাদ যে ব্যাট দিয়ে চেতনকে ছয় মেরেছিলেন, তার মালিক ছিলেন ওয়াসিম আক্রম। প্রাক্তন পাক অধিনায়ক আক্রম শনিবার টুইটারে এই তথ্য তুলে ধরেন। পাক বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ ছিলেন এই বাঁ-হাতি পেসার। টুইটারে তিনি লেখেন, ‘‘ক্রিকেটজীবনের কিছু মুহূর্ত কখনও ভোলা যায় না। ভারতের বিরুদ্ধে শারজায় মিয়াঁদাদের সেই ম্যাচ জেতানো ছয় তার মধ্যে অন্যতম।’’ তিনি আরও লেখেন, ‘‘যখনই সে ম্যাচের কথা মনে পড়ে, অথবা হাইলাইটসে নজর রাখি, মন ভালৈ হয়ে যায়। মিয়াঁদাদের সেই ইনিংস বুঝিয়ে দেয়, ও কত বড় ব্যাটসম্যান ছিল। ও! একটি বিষয়ে জানাতে ভুলে গেলাম। মিয়াঁদাদ যে ব্যাটে ছয় মেরেছিল, সেটা আমার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sharjah Austral-Asia Cup Javed Miandad Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE