Advertisement
১১ মে ২০২৪
MS Dhoni

ধোনির মতো একজন ফিনিশার-এর খোঁজে ল্যাঙ্গার

১৩ মার্চ থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। তার আগে অজিদের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়ে দিলেন, ছ’ নম্বরে এমন একজন ব্যাটসম্যানের খোঁজ করছে অস্ট্রেলিয়া, যিনি ধোনির মতো ম্যাচ শেষ করে ফিরবেন।

ধোনির মতো ফিনিশার এখনও খুঁজে পায়নি কেউই। ছবি— এএফপি।

ধোনির মতো ফিনিশার এখনও খুঁজে পায়নি কেউই। ছবি— এএফপি।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ১৫:৫০
Share: Save:

ছ’ নম্বরে ব্যাট করতে নেমে বহু ম্যাচ দেশকে জিতিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বের সব দলই ‘মাহি’র মতো একজন ফিনিশার খুঁজছে। অস্ট্রেলিয়াও ব্যতিক্রম নয়।

১৩ মার্চ থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। তার আগে অজিদের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়ে দিলেন, ছ’ নম্বরে এমন একজন ব্যাটসম্যানের খোঁজ করছে অস্ট্রেলিয়া, যিনি ধোনির মতো ম্যাচ শেষ করে ফিরবেন।

অতীতে অস্ট্রেলিয়া দলে মাইকেল বিভানের মতো একজন ‘ফিনিশার’। ল্যাঙ্গার বলছেন, ‘‘অতীতে আমাদের দলে ছিল মাইক হাসি, মাইকেল বিভানের মতো ব্যাটসম্যান। যাঁরা ফিনিশার হিসেবে মাস্টার ছিল। এমএস ধোনি ফিনিশার হিসেবে দুর্দান্ত। ইংল্যান্ডের হয়ে জস বাটলারও এই কাজ দক্ষ ভাবে করতে পারে।’’

আরও পড়ুন: কোহালি-রোহিত নন, রাহুলের ব্যাটিং আকর্ষণ করে লারাকে

ইনিংসের শুরুতে বিভান সিঙ্গলস নিয়ে স্কোর বোর্ড সচল রাখতেন। পরে বড় শট খেলে দলকে জয় এনে দিতেন। কিন্তু এই অস্ট্রেলিয়া দলে নেই কোনও ফিনিশার। সেই কারণেই ছ’ নম্বর পজিশনের জন্য একজন ব্যাটসম্যানের খোঁজে রয়েছেন ল্যাঙ্গার।

আরও পড়ুন: ভারতের মাঠে দু’ প্লেসির অভিজ্ঞতা কাজে দেবে, বলছেন বাউচার

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ হার মেনেছে অস্ট্রেলিয়া। তার আগে টি টোয়েন্টিতে অবশ্য প্রোটিয়া ব্রিগেডকে হারিয়েছে অজিরা। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন অজিরা। নতুন সিরিজেও ধোনির মতো একজন ‘ফিনিশার’-এর খোঁজ করবেন ল্যাঙ্গার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni Justin Langer Australia India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE