Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Liverpool

উৎসব-বিতর্কের মধ্যে ম্যান ইউ বনাম লিভারপুল

নতুন করে সংক্রমণ রুখতে ইপিএলে করোনা-বিধি মেনে দূরত্ব রক্ষার নির্দেশ কেউই প্রায় মানছিলেন না।

যুযুধান: দুই চাণক্য সোলসার ও ক্লপের (নীচে) দ্বৈরথ। ফাইল চিত্র

যুযুধান: দুই চাণক্য সোলসার ও ক্লপের (নীচে) দ্বৈরথ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ০৪:৫৩
Share: Save:

গোলের উৎসব হতে পারে। কিন্তু একাকী। আলিঙ্গন ‌করা চলবে না। সমবেত ভাবে আনন্দ করাতেও নিষেধাজ্ঞা। করোনা নিয়ে নতুন করে আতঙ্কের মধ্যে জানিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগ কমিটি। নিয়ম ভাঙলেই তাঁকে পড়তে হতে পারে কড়া শাস্তির মুখে।

নতুন করে সংক্রমণ রুখতে ইপিএলে করোনা-বিধি মেনে দূরত্ব রক্ষার নির্দেশ কেউই প্রায় মানছিলেন না। ইংল্যান্ডে সমালোচনার ঝড় ওঠে। শেষে প্রিমিয়ার লিগ কমিটি গোলের উৎসব নিয়ে কঠোর নিয়ম চালু করে! নির্দেশ পাঠায় সব ক্লাবকে।

লিভারপুলের ম্যানেজার য়ুর্গেন ক্লপ এই ধরনের নিষেধাজ্ঞাকে যৌক্তিক মনে করছেন। আজ, রবিবারই তাঁর দল খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। পল পোগবা বা মহম্মদ সালাহদের তাই সতর্ক থাকতেই হবে। গোলের পরে পরস্পরকে অভিনন্দন জানাতে হবে দূর থেকে। ক্লপ বলেছেন, ‘‘আমার ছেলেরা প্রথম দিন থেকেই শৃঙ্খলা মেনেছে। অতিমারির সময় যা মানা জরুরিও। আমার ধারণা, আগামী দিনেও ওরা চেষ্টায় ত্রুটি রাখবে না। রবিবার ম্যান ইউয়ের বিরুদ্ধে উৎসব করার পরিস্থিতি তৈরি হলে নিশ্চয়ই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।’’ যোগ করছেন, ‘‘তবে এটা খুব কঠিন একটা বিষয়। ফুটবলে খুব স্বাভাবিক ভাবে আমাদের মধ্যে থেকে অনেক কিছু বেরিয়ে আসে। এই খেলাটার সঙ্গে আবেগের সম্পর্ক খুবই গভীর।’’

লিভারপুলের বিরুদ্ধে গোল করলে সম্মিলিত উৎসব তাঁর দলের ফুটবলাররা করবেন না, এমন প্রতিশ্রুতি অবশ্য দিতে পারলেন না ওয়ে গুন্নার সোলসার। ম্যান ইউ ম্যানেজার বললেন, ‘‘আমি কথা দিতে পারছি না। ফুটবলাররা নিজেদের সামলাতে পারলে তো খুবই ভাল। কিন্তু ফুটবলটা আবেগের খেলা। আর অনেকে মিলে খেলে। কখন কী ঘটবে কেউ বলতে পারে না।’’ যোগ করেন, ‘‘আমরা অন্যদের কাছে আদর্শ। নিয়ম মানার সব চেষ্টা করব। আশা করি লিভারপুলের বিরুদ্ধে গোল পাব। তার পরে তো উৎসবের প্রশ্ন আসবে।’’

গোলের উৎসব নিয়ে কড়াকড়ি প্রসঙ্গে টটেনহ্যাম ম্যানেজার জোসে মোরিনহোর মন্তব্য, ‘‘ যে গোল করবে তার সামনে উৎসব করার সেরা রাস্তা বোধ হয় একা একা যা ইচ্ছে তাই করা! আগে আমরা বলতাম, উৎসব করতে হলে সেটা দলবদ্ধ ভাবে করো। ভুলে যেও না কারা তোমায় গোল করতে সাহায্য করেছে। এ সবই বলতাম। কিন্তু এখন উল্টোটা করতে হবে।’’

এ দিকে রবিবার ইপিএলে ম্যান ইউ-লিভারপুল ম্যাচ নিয়ে মুখ খুললেন স্যর আলেক্স ফার্গুসন। ম্যান ইউয়ের কিংবদন্তি ম্যানেজার প্রশংসায় ভরিয়ে দিলেন লিভারপুলকে। জানালেন, কোচ হিসেবে অবসরের পর থেকে লিভারপুলের আধিপত্য লক্ষ্য করছেন। আনন্দও পাচ্ছেন কারণ এই সময় তাঁকে ম্যান ইউয়ের দায়িত্বে থাকতে হয়নি। সেটা হলে কাজটা সত্যিই কঠিন হয়ে যেত। ফার্গুসনের সময় ম্যান ইউ প্রিমিয়ার লিগ জিতেছে ১৩ বার। পাশাপাশি, ক্লপ দায়িত্ব নিয়ে লিভারপুলকে ইপিএল ট্রফি দিয়েছেন দু’দশক পরে। ইউরোপ সেরা করেছেন। ফার্গুসন বলেছেন, ‘‘লিভারপুল আর ম্যান ইউ মিলে তো ইংল্যান্ডে প্রচুর ট্রফি জিতেছে। এখন আবার অ্যানফিল্ডের ক্লাবই সব চেয়ে সফল। ওদের সঙ্গে আমাদের লড়াইটাই মরসুমের সেরা ম্যাচ হতে যাচ্ছে। ভাগ্যিস অবসর নিয়েছি! তাই ওদের বিরুদ্ধে আমাকে কোচিং করাতে হয়নি।’’ ক্লপ কিন্তু ফার্গুসনকে এক হাত নিয়েছেন। তিনি রেফারিদের মানসিক চাপে ফেলে দেন বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন রেফারি। ক্লপের প্রতিক্রিয়া, ‘‘আমি স্যর আলেক্স নই। মনস্তাত্ত্বিক খেলা আমার ভাল লাগে না।’’ ইপিএলে রবিবার খেলবে ম্যাঞ্চেস্টার সিটিও। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liverpool Manchester United EPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE