Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Virat Kohli

অধিনায়ক কোহালির ব্যাট থেকে এসেছে দলের ১৮.৬৭% রান! আর অধিনায়ক ধোনির ব্যাট থেকে...

মহেন্দ্র সিংহ ধোনির পর কোহালিই দ্বিতীয় ভারতীয় অধিনায়ক, যিনি ৫০ টেস্টে নেতৃত্ব দিলেন দলকে। পুণেয় ঘরের মাঠে ১১ সিরিজ জেতারও রেকর্ড গড়লেন তিনি। সেই টেস্টের সেরাও হয়েছেন বিরাট।

বিরাট কোহালি পুণেয় ভেঙেছেন অনেক রেকর্ড। ফাইল ছবি।

বিরাট কোহালি পুণেয় ভেঙেছেন অনেক রেকর্ড। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ১৩:৫৭
Share: Save:

অধিনায়ক হিসেবে পুণেয় কেরিয়ারের ৫০তম টেস্ট খেললেন বিরাট কোহালি। সেই টেস্টে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। যা তাঁর টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ রান।

সেই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)-র টেস্ট ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে থাকা স্টিভ স্মিথের থেকে মাত্র এক পয়েন্ট পিছনে রয়েছেন তিনি। ফের ৯০০ পয়েন্টের উপরে উঠে এসেছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনির পর তিনিই দ্বিতীয় ভারতীয় অধিনায়ক, যিনি ৫০ টেস্টে নেতৃত্ব দিলেন দলকে। পুণেয় ঘরের মাঠে ১১ সিরিজ জেতারও রেকর্ড গড়লেন তিনি। সেই টেস্টের সেরাও হয়েছেন বিরাট।

অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর রীতিমতো ধারাবাহিক থেকেছেন বিরাট। তাঁর নেতৃত্বে টেস্টে দলের মোট রানের ১৮.৬৭ শতাংশ এসেছে তাঁর ব্যাট থেকেই। ৫০ টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে যা সর্বাধিক।

আরও পড়ুন: ‘ভিভ রিচার্ডসের জন্যই লারা হতে পেরেছি’​

আরও পড়ুন: বড় টুর্নামেন্ট জিততে হবে ভারতকে, বলছেন সৌরভ​

কোহালির পরে দুই নম্বরে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন। তিনি অধিনায়ক থাকাকালীন দলের মোট রানের ১৬.৩৪ শতাংশ এসেছিল তাঁর ব্যাট থেকে। তিন নম্বরে রয়েছেন অ্যালান বর্ডার। প্রাক্তন অজি অধিনায়কের অবদান ১৬.২৭ শতাংশ। দলের মোট রানে রিকি পন্টিংয়ের অবদান হল ১৬.১৫ শতাংশ। মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়কের তালিকায় ১৭ নম্বরে রয়েছেন। তাঁর অবদান ১০.৫৩ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE