Advertisement
০৬ মে ২০২৪
Sport News

করোনা আতঙ্কে ডি’ককদের হাত না মেলানোর নির্দেশ

ধর্মশালায় ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।

কুইন্টন ডি কক। ছবি: রয়টার্স।

কুইন্টন ডি কক। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ০১:২৫
Share: Save:

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই ভারতে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ইতিমধ্যেই ভারতে এই মারণ ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৪৩। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে করমর্দন বাদ দিতে পারেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। সোমবার ভারতে পৌঁছে তেমনই ইঙ্গিত দিয়েছেন কোচ মার্ক বাউচার। বলছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা ছাড়ার আগে দলের প্রত্যেকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞরা। এই কড়া নির্দেশিকা মানতে হবে।’’

ধর্মশালায় ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেখানে প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির উপমহাদেশে খেলার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন বাউচার। তিনি বলেছেন, ‘‘ভারতে খেলতে এলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দরকার হয়। ফ্যাফ দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ান ডে ম্যাচে সব সময়ে সেরাটাই দিয়েছে। ভারতীয় পরিবেশ সম্পর্কে ওর ধারণা ভালই। আইপিএল ও অনেক আন্তর্জাতিক ম্যাচ ও খেলেছে এখানে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে।’’

আজ, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা দল দিল্লি থেকে উড়ে যাবে ধর্মশালায়। বাউচার আরও বলেন, ‘‘ডুপ্লেসি থাকায় দলে অনেক বিকল্প তৈরি হয়েছে। সে ক্ষেত্রে চূড়ান্ত দল বাছা একটা কঠিন কাজ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু তা ভাল লক্ষণ। পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে দল গড়ব। ভারতের এই পরিবেশে কিন্তু অতীতে ফ্যাফ ভালই খেলেছে। আশা করছি এ বারও হতাশ করবে না ফ্যাফ।’’

আরও পড়ুন: ফাইনালের পরের দিনই র‌্যাঙ্কিংয়ে নামলেন শেফালি, এক নম্বরে বেথ মুনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE