Advertisement
০৪ মে ২০২৪
Chess Player

মাত্র ৮ বছর বয়সেই বাজিমাত দাবাড়ুর, হারিয়ে দিল পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টারকে

অশ্বথ এখন বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু যে কোনও গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছে। সিঙ্গাপুরের হয়ে খেলে ভারতীয় বংশোদ্ভূত অশ্বথ।

Representative image of Chess

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৬
Share: Save:

বয়স মাত্র ৮ বছর। ভারতীয় বংশোদ্ভূত অশ্বথ কৌশিক এই বয়সেই হারিয়ে দিল পোল্যান্ডের এক গ্র্যান্ডমাস্টারকে। অশ্বথ এখন বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু যে কোনও গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছে। সিঙ্গাপুরের হয়ে খেলে ভারতীয় বংশোদ্ভূত অশ্বথ।

সুইৎজ়ারল্যান্ডে বার্গডর্ফার স্ট্যাডথাউস ওপেন চলছে। সেখানেই অশ্বথ হারিয়ে দিল পোল্যান্ডের জাসেক স্টোপা। এর আগে সার্বিয়ার লিয়োনিড ইভানোভিচ এই রেকর্ড গড়েছিল। কিন্তু অশ্বথ তাঁর থেকে পাঁচ মাসের ছোট। তাই কোনও গ্র্যান্ডমাস্টারকে হারানো বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু এখন অশ্বথ।

মাত্র চার বছর বয়স থেকে অশ্বথ দাবা খেলতে শুরু করে। ২০২২ সালে অনূর্ধ্ব-৮ র‍্যাপিড বিশ্বচ্যাম্পিয়ন হয় সে। ইভানোভিচের বিরুদ্ধে অশ্বথ এক সময় চাপে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় অশ্বথ। তার বাবা কোশিক শ্রীরাম বলেন, “আমি অবাক হয়ে গিয়েছি। গর্ব হচ্ছে। আমাদের পরিবারের কেউই সে ভাবে খেলাধুলোর সঙ্গে যুক্ত নয়। সেখানে অশ্বথ যা করছে, তাতে আমরা অবাক হয়ে যাচ্ছি।”

খুশি অশ্বথও। সে বলে, “প্রথম বার কোনও গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছি। দারুণ লাগছে। ক্লাসিক্যাল দাবায় হারিয়েছি। তাই আরও বেশি ভাল লাগছে। আমি নিজেকে নিয়ে গর্বিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chess Player record
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE