Advertisement
E-Paper

তাঁরা এগিয়ে, মানছেন না সতর্ক সনি

মাত্র এক পয়েন্টের জন্য আই লিগ হাতছাড়া করেছেন। হতাশা ভুলতে ফেডারেশন কাপই এখন তাঁর পাখির চোখ। হাল্কা দিচ্ছেন না একদমই। ফেড কাপ ফাইনালের আগে আনন্দবাজার-কে খোলামেলা সাক্ষাৎকারে বললেন সনি নর্দে।

শুভজিৎ মজুমদার

শেষ আপডেট: ২১ মে ২০১৭ ০৪:১১
মেজাজে: ফেডারেশন কাপ ফাইনালের আগে অনুশীলনে ডাবের জলে ঠান্ডা হচ্ছেন সনিরা। নিজস্ব চিত্র

মেজাজে: ফেডারেশন কাপ ফাইনালের আগে অনুশীলনে ডাবের জলে ঠান্ডা হচ্ছেন সনিরা। নিজস্ব চিত্র

মাত্র এক পয়েন্টের জন্য আই লিগ হাতছাড়া করেছেন। হতাশা ভুলতে ফেডারেশন কাপই এখন তাঁর পাখির চোখ। হাল্কা দিচ্ছেন না একদমই। ফেড কাপ ফাইনালের আগে আনন্দবাজার-কে খোলামেলা সাক্ষাৎকারে বললেন সনি নর্দে।

প্রশ্ন: পর পর দু’বার ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়া কি মোটামুটি নিশ্চিত?

সনি নর্দে: কখনওই নয়। ফুটবলে সব কিছু অর্জন করতে হয় লড়াই করে। ম্যাচটা না জেতা পর্যন্ত বলা সম্ভব নয় যে, আমরা চ্যাম্পিয়ন! অনেক সময় ভাল খেলেও খালি হাতে ফিরতে হয়। অতীতে ফেডারেশন কাপেই সেই অভিজ্ঞতা আমার হয়েছে।

প্র: কী রকম সেই অভিজ্ঞতা?

সনি: মোহনবাগানে আমার প্রথম বছর। গোয়াতে আমরা গ্রুপ লিগে কোনও ম্যাচ না হেরেই ছিটকে গিয়েছিলাম ফেডারেশন কাপ থেকে। অথচ দুর্দান্ত খেলেছিলাম আমরা। কিন্তু সে বার ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। গ্রুপ লিগের তিনটি ম্যাচেই ড্র করেছিলাম। সেই মরসুমে আই লিগ জিতলেও ফেডারেশন কাপে ব্যর্থ হওয়ার যন্ত্রণা এখনও ভুলতে পারিনি।

প্র: আই লিগ হাতছাড়া হওয়ার যন্ত্রণা ভুলতেই তা হলে ফেডারেশন কাপ জিতেতে মরিয়া আপনি?

সনি: আমি একা নই। আমাদের সকলেরই এখন শেষ আশা ফেডারেশন কাপ। এই টুর্নামেন্টের পরেই মরসুম শেষ হয়ে যাচ্ছে। কোনও ট্রফি না পেয়ে মরসুম শেষ করার চেয়ে যন্ত্রণার কিছু হয় না একজন ফুটবলারের জীবনে। ফেডারেশন কাপ জিতলে হয়তো আই লিগ হাতছাড়া হওয়ার হতাশা কিছুটা কমবে।

প্র: এই কারণেই কি বরাবাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল-বধ করে ডার্বি জেতার পরেও নির্লিপ্ত ছিলেন?

সনি: একদম তাই। আমাদের আসল লক্ষ্য ফেডারেশন কাপ জেতা। ডার্বি জিতলাম মানেই তো চ্যাম্পিয়ন নই।

প্র: গত তিন বছরে এক বার আই লিগ। এক বার ফেডারেশন কাপ জিতেছেন। ফের ট্রফির সামনে। মোহনবাগানের এই সাফল্যের রহস্যটা কী?

সনি: আমরা সব সময় একটা দল হিসেবে খেলি। সাফল্য এবং ব্যর্থতা সকলে ভাগ করে নিই। হারের জন্য যেমন একা কাউকে দায়ী করা হয় না, তেমনই জয়ের জন্য সকলকে সমান কৃত্বিত্ব দেওয়া হয়। দ্বিতীয়ত, আমাদের দলে সিনিয়র-জুনিয়র বলে কোনও বিভেদ নেই। সকলের একটাই পরিচয়— মোহনবাগানের ফুটবলার। এই কারণেই দলের অন্দরমহলে অশান্তি নেই। আমরা একটা পরিবারের মতো। ফলে জুনিয়ররা চাপমুক্ত হয়ে খেলতে পারে। কোনও সমস্যা হলে সিনিয়রদের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারে। তৃতীয়ত, সহজ ভাবে খেলার অভ্যাসটা গড়ে তুলতে পারা।

প্র: মানে?

সনি: ফুটবল খেলাটা এমনিতে খুব সহজ। কিন্তু মাঝেমধ্যে আমরাই তা জটিল করে ফেলি। গত তিন বছর ধরেই আমাদের দর্শন হচ্ছে— যার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী খেলব। বাড়তি কিছু করার চেষ্টা করব না। ভুল কম করে সুযোগের সদ্ব্যবহার করো— এটাই আমাদের প্রধান ফুটবল মন্ত্র।

প্র: চোটের জন্য সুনীল ছেত্রী ছিটকে গিয়েছেন। এটা তো মানবেন, ফাইনালে বেঙ্গালুরু এফসি অধিনায়কের না থাকাটা মোহনবাগানের পক্ষে বিরাট অ্যাডভ্যান্টেজ?

সনি: টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম, ফেডারেশন কাপে সব দলই শক্তিশালী। কাউকেই হাল্কা ভাবে নেওয়া যাবে না। এখনও তা-ই মনে করি। সুনীল দুর্দান্ত ফুটবলার ঠিকই। কিম্তু ও খেলতে পারবে না বলে মোহনবাগান এগিয়ে, মানতে রাজি নই। বেঙ্গালুরু দলটাই খুব শক্তিশালী। ওদের সকলকে নিয়েই আমাদের ভাবতে হবে।

প্র: ফেডারেশন কাপ ফাইনালের পরেই তো লম্বা বিরতি। কী ভাবে ছুটি কাটাবেন, তা ঠিক করে ফেলেছেন?

সনি: ফেডারেশন কাপ ফাইনালের পরে ভারতীয় ফুটবলের মরসুম শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এএফসি কাপে বাংলাদেশের আবাহনীর বিরুদ্ধে আমাদের একটা ম্যাচ বাকি থাকবে। সেই ম্যাচটা খেলে আমি হাইতি ফিরব। দীর্ঘদিন পরিবারের থেকে দূরে রয়েছি। মায়ের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। এএফসি কাপের ম্যাচের পরে আমার প্রথম কাজ হচ্ছে, মায়ের সঙ্গে সময় কাটানো। তাছাড়া টানা এক বছর ধরে প্রচুর ম্যাচ খেলে আমি খুবই ক্লান্ত। নতুন মরসুম শুরু হওয়ার আগে নিজেকে তরতাজা করার জন্য তাই ভাল করে বিশ্রাম নিতে চাই।

প্র: ফেডারেশন কাপে চ্যাম্পিয়নের পদক ছাড়া পরিবারের সদস্যদের জন্য উপহার হিসেবে আর কী নিয়ে যেতে চান?

সনি: শাড়ি আর কলকাতার মিষ্টি খুব পছন্দ আমার মা আর পরিবারের অন্য সদস্যদের। এ বারও সেটাই নিয়ে যাব।

প্র: ফাইনালে কি স্ত্রী কিম্বার্লি ও ছোট্ট কিমাভিচি নর্দে-কে দেখা যাবে?

সনি: না না, আমার ছেলের মাত্র চার মাস বয়স। এখনই ওর পক্ষে এতটা ট্র্যাভেল করা ঠিক নয়।

Sony Norde interview Bengaluru FC Mohun Bagan Federation Cup Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy