Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Australia

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরছেন নাসির-শফিউল, বাদ মাহমুদুল্লাহ-মুমিনুল

নাসির এখন পর্যন্ত ১৭ টেস্টের ২৮ ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি-সহ ৯৭১ রান করেছেন। অন্য দিকে, ৯ টেস্ট খেলেছেন শফিউল।

নাসির হোসেন।— ফাইল ছবি।

নাসির হোসেন।— ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ১৯:০০
Share: Save:

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঠিক একই রকম ভাবে, বহু অপেক্ষার শেষে বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন নাসির হোসেন। দলে ফিরেছেন পেসার শফিউল ইসলামও। শনিবার ঘরের মাঠে দু’টি টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে, নাসির হোসাইন-শফিউল ইসলাম ফিরলেও, বাদ পড়েছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। গত মার্চে শ্রীলঙ্কায় শততম টেস্টেও বাদ পড়েছিলেন বাংলাদেশ দলের এই দুই নিয়মিত মুখ। তবে দু’জনেই জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের মূল স্কোয়াডে ফেরা ডানহাতি নাসির শেষ টেস্ট খেলেছিলেন ২০১৫ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে টেস্ট খেলে আর সাদা পোশাকে মাঠে নামা হয়নি তাঁর। এ বার সেই সুযোগ আবার পেলেন তিনি। অন্য দিকে, গত বছর ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর শ্রীলঙ্কা সফরে দলের বাইরে ছিলেন শফিউল।

নাসির এখন পর্যন্ত ১৭ টেস্টের ২৮ ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি-সহ ৯৭১ রান করেছেন। অন্য দিকে, ৯ টেস্ট খেলেছেন শফিউল।

আরও পড়ুন: নতুন পজিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে নামছেন মনীশ

আরও পড়ুন: ভারতেও আসছেন না স্টার্ক

২২ ও ২৩ অগস্ট দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে সফরসূচি শুরু করবে সফরকারী অস্ট্রেলিয়া। আগামী ২৭-৩১ অগস্ট মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সিরিজের প্রথম টেস্টে। আর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাশ, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।

প্রস্তু‌তি ম্যা‌চের ১৪ সদ‌স্যের স্কোয়াড

নাজমুল হো‌সেন শান্ত, লিটন দাস, মু‌মিনুল হক, না‌সির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসা‌দ্দেক হোসেন, ইরফান শুক্কুর, সাইফু‌দ্দিন, শুভাশিস রায়, আবু জা‌য়েদ রা‌হি, কামরুল ইসলাম রা‌ব্বি, তানবীর হায়দার, জোবা‌য়ের হোসেন লিখন, আবুল হাসান রাজু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE