Advertisement
০৪ মে ২০২৪
Cricket

বছর চারেকের মধ্যে আইপিএলে বড় চমক, বলছেন সৌরভ

আইপিএল নিয়ে নিজের চিন্তাভাবনার কথা জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএল নিয়ে নিজের চিন্তাভাবনা জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট। ছবি— এএফপি।

আইপিএল নিয়ে নিজের চিন্তাভাবনা জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট। ছবি— এএফপি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ১৫:১০
Share: Save:

পুরুষদের আইপিএল জনপ্রিয়তার তুঙ্গে। মহিলাদের আইপিএল টুর্নামেন্ট হলেও তাতে অংশ নেয় না বেশি দল। ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কউরদের জন্য বড় করে আইপিএল চালু করার কথা বলছেন দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটার থেকে কোচরা।

এ রকম পরিস্থিতিতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, সাত-আটটা দল নিয়ে মহিলাদের আইপিএল চালু করতে এখনও বছর চারেক সময় লাগবে। বাস্তব তুলে ধরে সৌরভ বলছেন, ‘‘আইপিএল চালু করতে হলে মহিলা প্লেয়ারদের সংখ্যা বাড়াতে হবে। সাত-আটটা দল নিয়ে মহিলাদের আইপিএল চালু করতে হলে ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে। আমার মনে হয় আরও চার বছর সময় লাগবে।’’

চলতি বছর জয়পুরে তিনটি দল নিয়ে মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু করা হয়েছিল। কিন্তু, আরও বড় করে এই মুহূর্তে মহিলাদের আইপিএল করা সম্ভব নয় বলেই মনে করছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

আরও পড়ুন: ‘কতবার বলেছি, বিরাটকে বিরক্ত করো না’, ক্যারিবীয় বোলারদের তীব্র কটাক্ষ অমিতাভের

বছর দু’য়েক আগে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। তার পর থেকেই দেশে মহিলাদের ক্রিকেট নিয়ে উৎসাহ ঊর্ধ্বমুখী। মহিলা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানোর কথা বলছেন বোর্ড প্রেসিডেন্ট। সৌরভ বলছেন, ‘‘বছর তিনেক বাদে ১৫০-১৬০ জন প্লেয়ার হলে আইপিএল চালু করা যেতে পারে। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে ৫০-৬০ জন প্লেয়ার। ফলে আমাদের এখন অপেক্ষা করতেই হবে।’’

আরও পড়ুন: উইলিয়ামসকে মাঠের বাইরে পাঠিয়ে বিরাট কোহালির এই ‘নোটবুক সেলিব্রেশন’ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly IPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE