Advertisement
১৭ মে ২০২৪

জয়ের অঙ্ক শুরু বাংলার

যুবরাজ সিংহর পঞ্জাবের বিরুদ্ধে সরাসরি জিতে পুরো ছ’পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছে বাংলা। শনিবার দিনের শেষে মনোজ তিওয়ারিদের ৩১৫-র লিড। রবিবার ম্যাচের শেষ দিন পঞ্জাবকে সাড়ে তিনশো’র উপর টার্গেট দিয়ে ব্যাটিং করতে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানালেন বাংলার ক্যাপ্টেন মনোজ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০৩:৩২
Share: Save:

যুবরাজ সিংহর পঞ্জাবের বিরুদ্ধে সরাসরি জিতে পুরো ছ’পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছে বাংলা।

শনিবার দিনের শেষে মনোজ তিওয়ারিদের ৩১৫-র লিড। রবিবার ম্যাচের শেষ দিন পঞ্জাবকে সাড়ে তিনশো’র উপর টার্গেট দিয়ে ব্যাটিং করতে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানালেন বাংলার ক্যাপ্টেন মনোজ। যিনি এখন ৬১ রানে নট আউট। তাঁর সঙ্গে ২৩ করে ক্রিজে রয়েছেন শ্রীবৎস গোস্বামী, যিনি গত ম্যাচেই সেঞ্চুরি করেছেন।

শনিবার সন্ধ্যায় বিলাসপুর থেকে ফোনে মনোজ বললেন, ‘‘এখনও ১০৪ ওভারের খেলা বাকি। সাড়ে তিনশোর উপর লিড নিয়ে ওদের ব্যাট করতে দিলে আমরা জিততে পারি। সেই চান্সটাই নিতে চাই।’’ এর মধ্যে ২৩তম ফার্স্ট ক্লাস সেঞ্চুরিটাও করে নিতে চান তিনি। ‘‘চেষ্টা তো করবই। তবে নিজের সেঞ্চুরির চেয়ে দলের জয় আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ’’, বললেন মনোজ। জয়পুরে আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন।

প্রথম ইনিংসে বোলারদের পারফরম্যান্স দেখেই বাংলা শিবিরে এই পরিকল্পনা। এ দিন পঞ্জাবকে ২৭১ রানে অল আউট করে দেয় বাংলা। দুই পেসার অশোক দিন্দা ও নবাগত অমিত কুইলা পাঁচটা করে উইকেট নেন। একটা সময় পঞ্জাব ১৭২-৫ হয়ে গিয়েছিল। শেষ দিকে গীতাংশ খেরার ৩৮ ও সন্দীপ শর্মার অপরাজিত ৪৬-ই দলকে এই অবস্থায় পৌঁছে দেয়। বোলারদের এই ফর্ম নিয়ে মনোজ বলছেন, ‘‘অসাধারণ পারফরম্যান্স দিন্দা-কুইলার। আমাদের বোলিং কোচ রণদেব বসুও খুব খেটেছে ওদের নিয়ে। এই সাফল্যে ওকেও ক্রেডিট দিতেই হবে। এখন ম্যাচটা জিততে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’’

সংক্ষিপ্ত স্কোর: বাংলা ৪০৪ ও ১৮২-৫ (মনোজ ৬১ নআ, সিদ্ধার্থ কল ৩-৩০), পঞ্জাব ২৭১ ( উদয় ৭৭, সন্দীপ শর্মা ৪৬ নআ, দিন্দা ৫-৫৮, কুইলা ৫-৭৬)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yubraj singh bengal ranji trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE