Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Football

ফের চমক ইস্টবেঙ্গলের, দলে আসছেন আই লিগ জয়ী সবুজ-মেরুন তারকা

মোহনবাগানের মাঝমাঠ সামলাতেন বিক্রমজিৎ। খুব কড়া ট্যাকল করতে পারেন। কিন্তু তাঁর সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, টাফ খেললেও রাফ ফুটবল খেলেন না বিক্রমজিৎ। প্রচণ্ড সাহসী।  

তখন বিক্রমজিৎ মোহনবাগানের ফুটবলার। এ বার জার্সির রং বদলাচ্ছে পঞ্জাবতনয়ের। —ফাইল চিত্র।

তখন বিক্রমজিৎ মোহনবাগানের ফুটবলার। এ বার জার্সির রং বদলাচ্ছে পঞ্জাবতনয়ের। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৪:২১
Share: Save:

ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত বিক্রমজিৎ সিংহ। ২০১৪-’১৫ মরসুমের আই লিগ জয়ী মোহনবাগান দলের সদস্য ছিলেন এই মিডফিল্ডার। তার পরেও সবুজ-মেরুন জার্সিতে খেলেছেন তিনি।

জিকোর গোয়া, চেন্নাইয়িন, দিল্লি ডায়নামোজ, ওডিশার মতো ক্লাবের হয়ে আইএসএল খেলার পরে এ বার লাল-হলুদ জার্সি উঠতে চলেছে তাঁর পিঠে। ক্লাব সূত্রের খবর, বিক্রমজিতের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। পঞ্জাবতনয়ের পরবর্তী গন্তব্য লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

মোহনবাগানের মাঝমাঠ সামলাতেন বিক্রমজিৎ। খুব কড়া ট্যাকল করতে পারেন। কিন্তু তাঁর সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, টাফ খেললেও রাফ ফুটবল খেলেন না বিক্রমজিৎ। প্রচণ্ড সাহসী।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল

ভয়ডরহীন ফুটবল খেলেন। পাঁচ বছর আগে বেঙ্গালুরুর ঘরের মাঠে গিয়ে ড্র করায় সে বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। হোম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলও ছিল তাঁর। উঠে-নেমে খেলতে দক্ষ এই ফুটবলার। মাঝমাঠে কর্তৃত্ব নিয়ে খেলার মতো ফুটবলার খুঁজছে ইস্টবেঙ্গল। সেই কারণেই বিক্রমজিতকে নিচ্ছে লাল-হলুদ শিবির।

করোনার জন্য দেশের ফুটবল লিগ স্থগিত হয়ে গিয়েছে। এ বারের আই লিগ নিয়ে সিদ্ধান্ত দিন কয়েকের মধ্যেই নেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল অবশ্য এই সময়ে বসে নেই।

আরও পড়ুন: খিদের জ্বালায় বাড়ির কাছে অজ্ঞান পরিযায়ী শ্রমিক, সাহায্য করলেন শামি

দল গঠনের কাজ পুরোদমে শুরু করে দিয়েছে। ইরানের ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার উমিদ সিংহ, বলবন্ত সিংহ, চুলোভা-সহ বেশ কয়েক জনকে ইতিমধ্যেই দলে নিয়ে ফেলেছে লাল-হলুদ শিবির। সেই তালিকায় নবতম সংযোজন হতে চলেছেন বিক্রমজিৎ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE