রবিবার পর্যন্ত ডু ডং ছাড়া ইস্টবেঙ্গলে বাকি দুই বিদেশি এসে পৌঁছননি। কবে আসবেন, লাল-হলুদ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য নিজেও জানেন না। কিন্তু মোহনবাগান কোচ সঞ্জয় সেনকে চিন্তামুক্ত করে আজ, সোমবারই শহরে চলে আসছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গুস্তাভো সিলভা। এ দিকে, মোহনবাগানের ১২৫ বছর উপলক্ষে রবিবার সকালে পদযাত্রার আয়োজন করেছিল সবুজ-মেরুন সমর্থকদের এক সংগঠন। বাগান কর্তা, ফুটবলাররা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
ইস্টবেঙ্গলের আসিয়ান জয়ের বারো বছর পূর্তি উৎসব।
কল্যাণীর আবাসিক শিবিরে। —নিজস্ব চিত্র।
প্রচুর সমর্থকের সঙ্গে ছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সবুজ-মেরুনের কিংবদন্তি কোচও। ইস্টবেঙ্গলে আবার ২৬ জুলাই আসিয়ান কাপ জয়ের দিন। রবিবারই পূর্ণ হল লাল-হলুদের কৃতিত্বের এক যুগ। ২০০৩ আসিয়ান কাপ জয়কে স্মরণ করে এ দিন কেক কাটা হয় কল্যাণীর আবাসিক শিবিরে। এ বারের ইস্টবেঙ্গলের সহকারী কোচ দেবজিৎ ঘোষ, ম্যানেজার আলভিটো ডি’কুনহা, দুই ফুটবলার দীপক মণ্ডল এবং তুলুঙ্গা আসিয়ান জয়ী দলে ছিলেন।